নয়াদিল্লি: রিও অলিম্পিকে ভারতীয় অ্যাথলিটদের হতাশাজনক ফল নিয়ে পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করল ক্রীড়া মন্ত্রক। অলিম্পিকে যোগ দেওয়া অ্যাথলিটদের কাছ থেকে প্রতিক্রিয়া এবং পরামর্শ চাওয়া হচ্ছে বলেও জানা গিয়েছে।


 

ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল নিজে রিও অলিম্পিকে ভারতের পারফরম্যান্স পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই প্রক্রিয়া শুরু হয়েছে। রিও অলিম্পিকে যোগ দেওয়া সব অ্যাথলিটকে নিজে চিঠি দিয়েছেন ক্রীড়ামন্ত্রী। তিনি সবার কাছ থেকেই পারফরম্যান্স উন্নত করার বিষয়ে পরামর্শ চেয়েছেন।’

 

রিও অলিম্পিকে শতাধিক অ্যাথলিট পাঠিয়েও মাত্র দুটি পদক পেয়েছে ভারত। এই ব্যর্থতা নিয়ে দেশজুড়ে সমালোচনা হয়েছে। সরকারও নড়েচড়ে বসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরের তিনটি অলিম্পিকের প্রস্তুতির জন্য এখনই টাস্ক ফোর্স গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন। প্রধানমন্ত্রীর সেই উদ্যোগের পাশাপাশি ক্রীড়ামন্ত্রীও রিও অলিম্পিক থেকে শিক্ষা নিয়ে পরবর্তী অলিম্পিকের জন্য তৈরি হতে চাইছেন। সেই কারণেই অ্যাথলিটের কাছ থেকে পরামর্শ চাওয়ার পাশাপাশি অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের কাছ থেকেও পরামর্শ চেয়েছে ক্রীড়ামন্ত্রক।

 

রিও-র ব্যর্থতার তদন্তের পাশাপাশি দেশের বিভিন্ন শহরের সাই কেন্দ্র পরিদর্শন করার সিদ্ধান্ত নিয়েছেন ক্রীড়ামন্ত্রী। তিনি অ্যাথলিটদের প্রস্তুতি খতিয়ে দেখতে চাইছেন। তিনি হায়দরাবাদে গোপীচাঁদের অ্যাকাডেমিতেও যাবেন বলে জানা গিয়েছে।