নয়াদিল্লি: ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক খেতাব পদ্মভূষণের জন্য দেশের অন্যতম সেরা মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধুর নাম প্রস্তাব করল ক্রীড়ামন্ত্রক। এক আধিকারিক এই খবর জানিয়েছেন। ২০১৫ সালের মার্চে পদ্মশ্রী খেতাব পেয়েছিলেন সিন্ধু। এবার তিনি পেতে চলেছেন পদ্মভূষণ।


গত কয়েক বছর ধরেই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন সিন্ধু। সম্প্রতি কোরিয়া ওপেন সুপার সিরিজ জিতেছেন তিনি। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন এই হায়দারাবাদি শাটলার। তিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপে দু’বার ব্রোঞ্জ এবং এ বছর রুপো পেয়েছেন। রিও অলিম্পিকে রুপো পেয়েছিলেন। উবের কাপে দু’বার ব্রোঞ্জ পাওয়া ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন সিন্ধু। এছাড়া তিনবার ম্যাকাও ওপেন, এ বছর ইন্ডিয়া ওপেন, সৈয়দ মোদী গ্র্যাঁ প্রি গোল্ড চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। গত বছর চায়না ওপেনও জেতেন সিন্ধু।