পার্থ: অ্যাশেজ সিরিজে ফিরে এল স্পট ফিক্সিংয়ের হুঁশিয়ারি। পার্থ টেস্ট ম্যাচের প্রথম দিন যা নিয়ে চাঞ্চল্য গোটা ক্রিকেট বিশ্বে। ম্যাচের আগে একটি ব্রিটিশ ট্যাবলয়েড দাবি করে, তাদের আন্ডারকভার রিপোর্টারদের সামনে মিস্টার বিগ নামে এক ভারতীয় বুকি প্রস্তাব দেয় ১ লক্ষ ৩৮ হাজার পাউন্ডের বিনিময়ে পার্থ টেস্ট ম্যাচের বেশ কিছু মূহূর্তে কী হতে চলেছে তা আগেই জানিয়ে দেবে সে। যেমন কোনও একটি সেশনে কত রান হবে কিংবা কোনও একটি ওভারে কত রান হতে পারে অথবা টসে জেতা দল ব্যাটিং না ফিল্ডিং করবে।
ব্রিটিশ ট্যাবলেয়ডটির দাবি, দ্য সাইলেন্ট ম্যান নামে পরিচিত এক অস্ট্রেলিয়ান বুকি এবং এক প্রাক্তন অসি ক্রিকেটারের সঙ্গে মিলে কাজ করছিল এই ভারতীয় বুকি। এই দাবি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা ক্রিকেট মহলে। দুই দেশের ক্রিকেট বোর্ডই তাদের ক্রিকেটারদেরও জানিয়ে দেয় গোটা ঘটনা।
ইংল্যান্ডের অধিনায়ক জো রুট ও অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ জানিয়ে দিয়েছেন, দলের ক্রিকেটারদের উপর তাঁদের বিশ্বাস রয়েছে। আইসিসি-র দুর্নীতি দমন শাখার প্রধান অ্যালেক্স মার্শাল বলেছেন, ‘প্রাথমিক তদন্তের পর ম্যাচে কোনও দুর্নীতির হদিশ খুঁজে পাওয়া যায়নি।’
এই বিতর্কের আবহেই শুরু হয়েছে পার্থ টেস্ট ম্যাচ। টসে জিতে প্রথম দিন ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। দিনের শেষে তাদের রান ৪ উইকেটে ৩০৫। ডেভিড মালান ১১০ রানে অপরাজিত।
অ্যাশেজে হতে পারে স্পট-ফিক্সিং, দাবি ব্রিটিশ ট্যাবলয়েডের
Web Desk, ABP Ananda
Updated at:
14 Dec 2017 11:40 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -