নয়াদিল্লি: নিষিদ্ধ অ্যানাবলিক স্টেরয়েড গ্রহণ করার দায়ে হরিয়ানার স্প্রিন্টার ধরমবীর সিংহকে আট বছরের নির্বাসিত করল জাতীয় ডোপ বিরোধী সংস্থা (নাডা)। এ বছরের ১১ জুলাই বেঙ্গালুরুতে ইন্ডিয়ান গ্র্যাঁ প্রি মিট চলাকালীন ডোপ পরীক্ষায় নিষিদ্ধ মাদক গ্রহণ করার প্রমাণ মেলে এই অ্যাথলিটের বিরুদ্ধে। রিও অলিম্পিকের ঠিক আগে ডোপ টেস্টে ব্যর্থ হওয়ায় ধরমবীরকে অলিম্পিকে যোগ দিতে দেওয়া হয়নি। এবার নির্বাসিত হলেন তিনি।
নাডা সূত্রে জানা গিয়েছে, ধরমবীরের বিরুদ্ধে দ্বিতীয়বার ডোপিংয়ের প্রমাণ মেলায় তাঁকে দীর্ঘ সময়ের জন্য নির্বাসিত করা হল। বিশ্ব ডোপ বিরোধী সংস্থা এবং আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ফেডারেশনকে এই নির্বাসনের খবর জানিয়ে দেওয়া হয়েছে।
২০১২ সালে জাতীয় আন্তঃরাজ্য ১০০ মিটার দৌড়ে সোনা জেতেন ধরমবীর। কিন্তু তিনি বাধ্যতামূলক ডোপ পরীক্ষা দিতে রাজি হননি। সেই কারণে তাঁর সোনা কেড়ে নেওয়া হয়। এবার আট বছরের জন্য নির্বাসিত হওয়ায় ২৭ বছর বয়সি এই অ্যাথলিটের কেরিয়ার শেষ হয়ে গেল বলেই মনে করছে অ্যাথলেটিক্স মহল।
ডোপিংয়ের দায়ে ৮ বছর নির্বাসনে ধরমবীর সিংহ
Web Desk, ABP Ananda
Updated at:
17 Nov 2016 09:18 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -