গুয়াহাটি: সবকিছু যদি ঠিক থাকত, তবে টোকিও অলিম্পিক্স হত হিমা দাসের প্রথম অলিম্পিক্স। কিন্তু তেমনটা হচ্ছে না। চোটের জন্য সেই স্বপ্ন ভেঙ্গে গিয়েছে হিমার। অসমের এই তরুণ স্প্রিন্টার নিজের সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করেছেন। সেখানে নিজের অলিম্পিক্স থেকে ছিটকে যাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে হৃদয় ভেঙ্গে যাওয়ার ইমোজিও দিয়েছেন হিমা। একইসঙ্গে অলিম্পিক্স খেলতে যাওয়া অন্যান্য ভারতীয় ক্রীড়াবিদদের শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।
নিজের ট্যুইটারে একটি পোস্ট করে হিমা লিখেছেন, ‘আমি আমার প্রথম অলিম্পিক্স মিস করতে চলেছি। চোটের জন্য এই অলিম্পিক্সে খেলতে পারব না। ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়ে যোগ্যতা অর্জনের যখন একদম সামনে ছিলাম, তখনই আমি চোট পেয়ে বসি। আমি আমার কোচ, সাপোর্ট স্টাফ, দলের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। প্রত্যেকের প্রতি আমি কৃতজ্ঞ। তাঁরা সবসময় আমার পাশে ছিলেন।’ এই খারাপ সময় যদিও হতাশায় ভেঙ্গে পড়তে নারাজ হিমা। বরঞ্চ আরও দৃঢ়প্রতিজ্ঞ হয়ে উঠছেন আরও শক্তভাবে ফিরে আসার জন্য। হিমা লেখেন আরও, ‘আমি আবার দুর্দান্তভাবে ফিরে আসব। ২০২২ কমনওয়েলথ গেমস, ২০২২ এশিয়ান গেমস, ২০২২ বিশ্ব চ্যাম্পিয়নশিপকেই এখন থেকে পাখির চোখ করেছি।’
হিমা সবার নজরে এসেছিলেন ২০১৮ সালে। ফিনল্যান্ডে আয়োজিত হওয়া বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার দৌড়ে সোনা জিতেছিলেন হিমা। পদক জিতেছিলেন ২০১৮ সালে এশিয়ান গেমসে। ৪০০ মিটারে ব্যক্তিগত রূপো জয় ছাড়াও মহিলাদের ৪x৪০০ মিটার রিলেতে সোনাজয়ী দলের সদস্য ছিলেন হিমা। এছাড়াও ৪x৪০০ মিটার মিক্সড রিলে দলেরও সদস্য ছিলেন হিমা। ২০১৯ সালে দোহায় বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ৪x৪০০ মিটার মিক্সড রিলে দলের সদস্য ছিলেন হিমা।
২১ বছরের এই তরুণী তাঁর সাফল্যের জন্য ভারত সরকারের তরফে অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। টোকিও অলিম্পিক্সে পদক পাওয়ার ব্যাপারে আশাবাদী ছিলেন হিমা। কিন্তু হিটের সময় আচমকাই চোট পেয়ে বসেন তিনি। হিমা টোকিও অলিম্পিক্সে নামতে পারলে ভারতের পদক জয়ের সম্ভাবনা আরও উজ্জ্বল হত।