২০১৩ সালে আইপিএল-এ স্পট-ফিক্সিংয়ে জড়িত থাকার দায়ে ক্রিকেট থেকে আজীবন নির্বাসিত হন শ্রীশান্ত। তবে পরবর্তীকালে দিল্লির একটি আদালত তাঁকে যাবতীয় অভিযোগ থেকে রেহাই দেয়। তারপর থেকেই ক্রিকেটে ফেরার চেষ্টা করছেন শ্রীশান্ত। কিছুদিন আগে স্কটল্যান্ড ক্রিকেট লিগে খেলার ছাড়পত্রের জন্য বিসিসিআই-এর কাছে আবেদন জানান শ্রীশান্ত। কিন্তু তৎকালীন বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুর তাঁকে স্কটল্যান্ডের লিগে খেলার ছাড়পত্র দিতে রাজি হননি।
সম্প্রতি ট্যুইটারে প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার সঙ্গে ঝগড়ায় জড়িয়েছিলেন শ্রীশান্ত। তাঁর ভারতীয় দলে ফেরার তীব্র বিরোধিতা করেন আকাশ। তবে ম্যাথু বলেছেন, শ্রীশান্তের বিষয়ে সুপ্রিম কোর্ট নিযুক্ত বিসিসিআই-এর চার সদস্যের প্রশাসক কমিটির সভাপতি বিনোদ রাইয়ের সঙ্গে কথা বলবেন।
শ্রীশান্ত ২০১১ সালের অগাস্টে শেষ টেস্ট খেলেছেন। বিসিসিআই-সহ সভাপতি পাশে দাঁড়ানোয় তাঁর ভারতীয় দলে ফেরার সম্ভাবনা দেখা যাচ্ছে।