বেঙ্গালুরু: বিসিসিআই-এর বিরুদ্ধে তাঁর সঙ্গে অন্যায় আচরণের যে অভিযোগ করেছেন কেরলের পেসার শান্তাকুমারন শ্রীশান্ত, তাঁর সেই অভিযোগের স্বপক্ষে যথেষ্ট প্রমাণ পেশ করা উচিত বলে মনে করেন কিংবদন্তী কপিল দেব। তিনি বলেছেন, ‘শ্রীশান্তের যদি মনে হয় বিসিসিআই পক্ষপাতদুষ্ট আচরণ করছে, তাহলে ওকে এই দাবির সত্যতা প্রতিষ্ঠিত করার জন্য যথেষ্ট প্রমাণ করতে হবে। সবাই মনে করে, তার দেশের হয়ে খেলার সুযোগ পাওয়া উচিত। কিন্তু দিনের শেষে মাত্র ১১ জনই খেলে।’
শ্রীশান্ত গতকালই বলেছেন, তিনি বিসিসিআই-এর দেওয়া আজীবন নির্বাসনের সাজার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানাবেন। এই পেসারের দাবি, ২০১৩ সালের আইপিএল-এ স্পট-ফিক্সিংয়ের সঙ্গে ১৩ জনের নাম জড়িয়ে গিয়েছিল। কিন্তু একমাত্র তাঁর সঙ্গেই অন্যরকম আচরণ করা হয়েছে। যদিও শ্রীশান্তের অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিসিসিআই-এর দুর্নীতি দমন ও নিরাপত্তা বিভাগের প্রধান নীরজ কুমার। বিসিসিআই-এর বিরুদ্ধে শ্রীশান্তের অভিযোগকে তাঁর ব্যক্তিগত মত বলে এ বিষয়ে আর কোনও মন্তব্য করতে রাজি হননি কপিল।
বিসিসিআই-এর বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিন শ্রীশান্ত, মন্তব্য কপিলের
Web Desk, ABP Ananda
Updated at:
04 Nov 2017 06:12 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -