নয়াদিল্লি: গত মরসুমে হতাশাজনক পারফরম্যান্সের পর সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) কোচিং বিভাগে ফের রদবদল ঘটল। টম মুডির বদলে দলের প্রধান কোচের দায়িত্ব নিলেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা (Brian Lara)। টম মুডির সঙ্গে সানরাইজার্সের দীর্ঘদিনের সম্পর্কে ইতি ঘটল। তাঁর চুক্তি শেষ হওয়ার পর আর নতুন করে আইপিএলে ফ্রাঞ্চাইজি তাঁর সঙ্গে চুক্তি করেনি।


 






সানরাইজার্সের বিবৃতি


সানরাইজার্স শনিবারই লারাকে কোচ করার কথা সরকারিভাবে ঘোষণা করেছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে সানরাইজার্স লেখে, 'আমাদের সঙ্গে টম মুডির সময় শেষ হয়েছে। টম আমাদের জন্য যা করেছে, তার জন্য ওঁকে অনেক ধন্যবাদ। আমাদের দীর্ঘদিনের এই সফরটা সুমধুর ছিল। ওঁর ভবিষ্যতের জন্য আমাদের তরফে অনেক শুভকামনা রইল।' গত মরসুমেই দ্বিতীয়বার সানরাইজার্সের কোচের ভূমিকায় ফিরেছিলেন টম মুুডি। এক মরসুম পরেই আবারও ফ্রাঞ্চাইজি ছাড়লেন অজি কোচ।


 





মুডির অধীনে সাফল্য


তাঁর অধীনে গতবার তেমন সাফল্য না পেলেও, প্রথমবার কোচ থাকাকালীন সানরাইজার্সকে খেতাব জিতিয়েছিলেন মুডি। ২০১৩ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত মুডিই সানরাইজার্সের কোচ ছিলেন। নিজামের শহরের ফ্রাঞ্চাইজি আইপিএল জেতে ২০১৬ সালে। তবে ২০২০ সালে মুডির বদলে ট্রেভর বেইলিসকে কোচ করা হয়। কিন্তু ২০২১ সালে দলের চূড়ান্ত ব্যর্থতার পর কোচ হিসাবে ফেরেন মুডি। কিন্তু তা সত্ত্বেও আসেনি কাঙ্খিত সাফল্য। তাই আবারও বদল ঘটল কোচের। অবশ্য নতুন কারুর বদলে দলের সঙ্গে আগে থেকেই যুক্ত লারাকেই দায়িত্ব দিল সানরাইজার্স। গত মরসুমে সানরাইজার্সের ব্যাটিং পরামর্শদাতা ও উপদেষ্টার ভূমিকায় লারা দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন। এবার তাঁর ভূমিকার বদল ঘটল। 


আরও পড়ুন: দীপিকা, রশ্মিকা, রোহিতদের 'মেগা ব্লকবাস্টার'-এর রহস্য ফাঁস করে ফেললেন সৌরভ!