চেন্নাই: বাংলার ক্রিকেটারদের আইপিএলে বেশি সুযোগ না মেলায় যখন চারিদিকে হইচই, তখন প্রথম একাদশে সুযোগ পেয়ে ফের একবার ব্যর্থ হলেন শাহবাজ আমেদ। অধিনায়ক বিরাট কোহলি যাঁকে তিন নম্বরে ব্যাট করার সুযোগ দিয়েছিলেন। ১০ বল খেলে ১৪ রান করে আউট হয়ে গেলেন ময়দানের তপন মেমোরিয়াল ক্লাবের এই ক্রিকেটার।


বিরাট কোহলিদের ইনিংসকে টানলেন গ্লেন ম্যাক্সওয়েল। ঝোড়ো ব্যাটিংয়ের জন্য যাঁকে 'ম্যাড ম্যাক্স' বলে ডাকা হয়। তবে কিংস ইলেভেন পঞ্জাবের (এখন পঞ্জাব কিংস) হয়ে অনেক প্রত্যাশা জাগিয়েও সেভাবে কিছু করতে পারেননি অস্ট্রেলীয় ক্রিকেটার। আরসিবির হয়ে অবশ্য রান পেলেন। ৪১ বলে ৫৯ রান করলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও ৩টি ছক্কা।


বিরাট কোহলি ইনিংস ওপেন করেন। ব্যাট হাতে আরসিবি অধিনায়কের অবদান ২৯ বলে ৩৩ রান। নির্ধারিত ২০ ওভারের শেষে আরসিবি তোলে ১৪৯/৮। ব্য়াটিং নিয়ে অবশ্য চিন্তা থেকে যাবে বিরাটের। তিনি ও ম্যাক্সওয়েল ছাড়া আর কোনও ব্য়াটসম্যানই রান পাননি। করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে মাঠে ফিরে দেবদত্ত পড়িক্কল ১৩ বলে করলেন ১১ রান। এ বি ডিভিলিয়ার্সও রান পাননি। ৫ বলে ১ রান করে ফেরেন তিনি। হায়দরাবাদ বোলারদের মধ্যে জেসন হোল্ডার ৩টি ও রশিদ খান ২টি উইকেট নেন।


আইপিএলে আজ মুখোমুখি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও ডেভিড ওয়ার্নারের সানরাইজার্স হায়দরাবাদ। উদ্বোধনী ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে পরাজিত করেছে বিরাট কোহলির আরসিবি। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের কাছে হার দিয়ে আইপিএল ২০২১ অভিযান শুরু করতে হয়েছে ডেভিড ওয়ার্নারদের সানরাইজার্স হায়দরাবাদকে। এই অবস্থায় আরসিবি ও হায়দরাবাদ টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে। বাংলার ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় ছিলেন, ঋদ্ধিমান সাহাকে দিয়ে হায়দরাবাদ ফের ইনিংস ওপেন করাবে কি না তা দেখার জন্য। শেষ পর্যন্ত বঙ্গ উইকেটকিপারই ওপেন করেছেন। তিনি আরসিবি-র বিরুদ্ধে ম্যাচে ব্যাট হাতে ছাপ ফেলতে পারবেন কি না, সময়ই বলবে।