করাচি: ২০০৯ সালে লাহৌরে শ্রীলঙ্কার টিম বাসে জঙ্গি হামলার এক দশকেরও বেশি সময় পরে পাকিস্তানে ফিরছে টেস্ট ক্রিকেট। শ্রীলঙ্কাই পাকিস্তানে দুই টেস্টের সিরিজ খেলতে যেতে রাজি হয়েছে। আগামী মাসে হবে এই সিরিজ। ১১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত রাওয়ালপিন্ডিতে হবে প্রথম টেস্ট। এরপর ১৯ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত করাচিতে হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ। আজ পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে।
কিছুদিন আগেই পাকিস্তানে সীমিত ওভারের সিরিজ খেলতে গিয়েছিল শ্রীলঙ্কা। যদিও প্রথমসারির বেশিরভাগ ক্রিকেটারই সেই সফরে যাননি। এবার টেস্ট সিরিজ খেলতে তাঁরা যাবেন কি না, সেটা এখনও জানা যায়নি। তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের চিফ এগজিকিউটিভ অ্যাশলে ডি সিলভা জানিয়েছেন, ‘এর আগের সফরের অভিজ্ঞতার ভিত্তিতে ফের পাকিস্তানে যাব আমরা। আমাদের মনে হয়েছে, পাকিস্তানের পরিবেশ-পরিস্থিতি টেস্ট খেলার উপযুক্ত। আমাদের আরও মনে হয়, সব দলেরই ঘরের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আয়োজন করা উচিত। তাই পাকিস্তানে খেলতে যেতে পেরে আমরা খুশি। পাকিস্তানের শুধু গৌরবময় ক্রিকেট ইতিহাসই নেই, ওরা আমাদের অনেক সাহায্যও করেছে।’
পাকিস্তান ক্রিকেট বোর্ডের ডিরেক্টর জাকির খান এক বিবৃতিতে জানিয়েছেন, ‘এটা পাকিস্তান ক্রিকেটের পক্ষে দারুণ খবর। বিশ্বের অন্য যে কোনও দেশের মতোই নিরাপদ ও সুরক্ষিত পাকিস্তান। টেস্ট সিরিজের জন্য দল পাঠাতে রাজি হওয়ায় আমরা শ্রীলঙ্কা ক্রিকেটকে ধন্যবাদ জানাচ্ছি। এর ফলে পাকিস্তানের তরুণ প্রজন্ম যেমন ক্রিকেটের প্রতি আকৃষ্ট হবে, তেমনই নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের ক্ষেত্রেও সুবিধা হবে।’
লাহৌরে টিম বাসে হামলার এক দশক পরে ফের পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে শ্রীলঙ্কা
Web Desk, ABP Ananda
Updated at:
14 Nov 2019 07:11 PM (IST)
কিছুদিন আগেই পাকিস্তানে সীমিত ওভারের সিরিজ খেলতে গিয়েছিল শ্রীলঙ্কা। যদিও প্রথমসারির বেশিরভাগ ক্রিকেটারই সেই সফরে যাননি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -