নয়াদিল্লি: শ্রীলঙ্কার ক্রিকেট দলে যৌন কেলেঙ্কারির অভিযোগ। ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজেই এই ঘটনা ঘটেছে। শ্রীলঙ্কার যে তরুণ ক্রিকেটারকে নিয়ে আলোচনা চলছে, সেই ক্রিকেটারই এই কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছেন। ফলে স্বাভাবিকভাবেই এই ঘটনা শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। এই তরুণ ক্রিকেটারের যৌন অসদাচরণ হাতেনাতে ধরা পড়েছে বলে খবর। জানা গেছে, ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ চলাকালেই এই ঘটনা ঘটেছে। শ্রীলঙ্কার ওই তরুণ ক্রিকেটারের বয়স ২০-র কোটায়। তাঁকে শ্রীলঙ্কার স্কোয়াডের এক মহিলা কর্মীর সঙ্গে গলে একটি হোটেলের রুমে দেখা গিয়েছে। শ্রীলঙ্কার স্কোয়াডে এ ধরনের ঘটনা এই প্রথম নয়। এই যৌন কেলেঙ্কারিতে যে মহিলার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁর নাম আগেও এ ধরনের ঘটনায় সামনে এসেছে। কিন্তু কর্তৃপক্ষ চোখ বুজে ছিল বলে অভিযোগ। এর আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৫ রানে অলআউট হওয়ার পর ক্রিকেটারদের তাস খেলতে দেখা গিয়েছিল। এই ঘটনায় ক্রিকেটাররা সোশ্যাল মিডিয়ায় বিদ্রুপের মুখে পড়েছিলেন। করোনাভাইরাসজনিত পরিস্থিতির কারণে ক্রিকেটাররা বর্তমানে বায়ো-বাবলে রয়েছেন। নিয়ম অনুযায়ী, তাঁদের হোটেলে তাঁদের রুম ছাড়তে পারেন না। এমন সময়ে এ ধরনের অভিযোগ স্বাভাবিকভাবেই অস্বস্তিতে ফেলেছে কর্তৃপক্ষকে। এর আগে শ্রীলঙ্কা ইংল্যান্ডের কাছে সাত উইকেটে টেস্ট হেরেছে। এ সমস্ত অভিযোগ শ্রীলঙ্কান ক্রিকেট (এসএলসি)-কে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। এসএলসি পুরো বিষয়টি খতিয়ে দেখছে। এতে শ্রীলঙ্কার ক্রিকেটের ভাবমূর্তিতেও প্রভাব পড়ছে। দক্ষিণ আফ্রিকা সফরে শ্রীলঙ্কা ২-০ সিরিজ হেরেছিল। সেইসময় কয়েকজন খেলোয়াড়কে ধূমপান ও মদ্যপান ও অন্যান্য আপত্তিকর কাজকর্মে জড়িত থাকতে দেখা গিয়েছিল। বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্ট চলছে।  দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিং নিয়েছে শ্রীলঙ্কা। শুরুতেই কুশল পেরেরাকে হারিয়ে ধাক্কা খায় শ্রীলঙ্কা। সাত রানে দলের প্রথম উইকেট পড়ে। এরপর সাত রানেই দ্বিতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। কোনও রান না করেই আউট হন ওশাদা ফার্নান্ডো।   ৭৬ রানে তৃতীয় উইকেটের পতন ঘটে। ৪৩ রান করে আউট হন লাহিরু থিরিমানে। এরপর অ্যাঞ্জোলে ম্যাথিউজ ও দীনেশ চান্ডীমল ইনিংসের হাল ধরেন। দুজনের জুটিতে ১০০-র বেশি রান যোগ হয়েছে।  ৬৬ ওভারে শ্রীলঙ্কার রান ৩ উইকেটে ১৮২। ম্যাথিউজ ও দীনেশ দুজনেই হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন।