কলম্বো: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দাপটের সঙ্গে দলের সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল শ্রীলঙ্কার ক্রিকেটার ধনুষ্কা গুণতিলকার। কিন্তু সেই ধানুষ্কাকেই সিরিজ জয়ের দিনই সাসপেন্ড করা হল। নরেওয়ের এক মহিলা অভিযোগ, ধানুষ্কার এক বন্ধু হোটেল রুমে তাঁর শ্লীলতাহানি করেছেন। ওই সময় ধানুষ্কা সেখানে উপস্থিত ছিলেন।
ধানুষ্কার অভিযুক্ত বন্ধুর নাম জানা যায়নি। অভিযোগ, গত রবিবার ধানুষ্কা ও তাঁর বন্ধু নরওয়ের বাসিন্দা দুই মহিলাকে হোটেলে নিয়ে যান। ওই হোটেলের একটি রুমে ছিলেন ধনুষ্কা। পরে ওই দুই মহিলার একজন অভিযোগ করেন যে, শ্রীলঙ্কা বংশোদ্ভূত ব্রিটিশ পাসপোর্ট ব্যবহারকারী তাঁর শ্লীলতাহানি করেছেন। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।
পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, নরওয়ে থেকে আসা এক পর্যটক ধর্ষণের অভিযোগ এনেছেন। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেফতার করা হযেছে। ঘটনার তদন্ত চলছে।
এই ঘটনা ধানুষ্কার বিরুদ্ধে অবশ্য কোনও অভিযোগ নেই। কিন্তু ঘটনার পর রবিবার রাতেই শ্রীলঙ্কা ক্রিকেট ধানুষ্কাকে সাসপেন্ড করেছে। অসদাচারণের অভিযোগে ধনুষ্কার বিরুদ্ধে এই পদক্ষেপ নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। শ্রীলঙ্কা ক্রিকেটের নিয়ামক সংস্থার আচরণ বিধি অনুযায়ী, মধ্যরাতের আগেই খেলোয়াড়দের হোটেলে ফিরে আসতে হয় এবং হোটেলের রুমে কোনও অতিথিকে নিয়ে আসা যায় না।
তদন্তের ফলাফল না আসা পর্যন্ত ধানু্ষ্কার চলতি টেস্টের পারিশ্রমিকও আটকে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হোটেল রুমে মহিলার শ্লীলতাহানিতে অভিযুক্ত বন্ধু, সাসপেন্ড শ্রীলঙ্কার ক্রিকেটার ধানুষ্কা গুণতিলকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Jul 2018 09:20 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -