হারারে: চলতি সিরিজে জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে রানের পাহাড়ে সফরকারী দল শ্রীলঙ্কা। হারারে স্পোর্টস ক্লাবে টেস্টে  ৫০৪ রান করল শ্রীলঙ্কা। ইতিমধ্যেই সিরিজে ১-০ পিছিয়ে থাকা জিম্বাবোয়ে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন চাপে পড়ে গেল। শ্রীলঙ্কার হয়ে দুরন্ত সেঞ্চুরি করলেন আসেলা গুণরত্ন। তাঁর ১১৬ রানের ইনিংস আর টেল এন্ডারদের নিয়ে ব্যাটিং নাস্তানাবুদ করল জিম্বাবোয়ের বোলারদের। প্রথম দিনের ৫ উইকেটে ২৯০ রান নিয়ে এদিন খেলা শুরু করে শ্রীলঙ্কা। গুণরত্নে ১৩ রানে অপরাজিত ছিলেন। প্রথম দিনে সেঞ্চুরি করেছিলেন ধনঞ্জয় সিলভা। এদিন অবশ্য খুব বেশি এগোতে পারেননি। কিন্তু ধনঞ্জয় আউট হয়ে গেলেও টেলএন্ডারদের নিয়ে দলের ইনিংস টানতে থাকেন গুণরত্ন। শেষপর্যন্ত শেষ ব্যাটসম্যানকে সঙ্গে নিয়ে কেরিয়ারের দ্বিতীয় টেস্টে প্রথম সেঞ্চুরির  পাশাপাশি দলের ৫০০ রানের গণ্ডিও পার করেন তিনি।