কলম্বো: সম্প্রতি শ্রীলঙ্কার ক্রিকেট দলের একের পর এক হার নিয়ে তদন্তের নির্দেশ দিলেন ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়শেখর। তিনি বলেছেন, ‘শ্রীলঙ্কার ক্রিকেটের হাল ফেরানোর বিষয়ে প্রাক্তন প্রশাসক, খেলোয়াড়, ক্রীড়া বিশেষজ্ঞ এবং সাংবাদিকদের পরামর্শ চাইছি। আশা করি সব বিশেষজ্ঞ একমঞ্চে এসে গুরুত্বপূর্ণ মতামত জানাবেন।’

ভারতের বিরুদ্ধে তিনটি টেস্টের পর একদিনের সিরিজের প্রথম দুটি ম্যাচেও হেরে গিয়েছে শ্রীলঙ্কা। এর আগে জিম্বাবোয়ের বিরুদ্ধেও একদিনের সিরিজে হেরে যায় শ্রীলঙ্কা। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভাল পারফরম্যান্স দেখাতে পারেনি শ্রীলঙ্কা। সেবার ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সরব হয়েছিলেন ক্রীড়ামন্ত্রী। ফের তিনি দলের পারফরম্যান্স নিয়ে সরব। তবে এবার জয়শেখর বলেছেন, হারের কারণ খতিয়ে দেখার আগে প্রশাসক বা ক্রিকেটারদের দোষারোপ করার কোনও অর্থ হয় না। কারা দোষী সেটা চিহ্নিত করার বদলে জাতীয় দলের পাশে থেকে ভুল সংশোধন করাই তাঁদের লক্ষ্য।

গত বছরের আগে পর্যন্ত শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড নিয়ন্ত্রণ করত সরকার। গত বছরই প্রথম বোর্ডের সদস্যরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হন। সেই নির্বাচনে হেরে যান প্রাক্তন অধিনায়ক অর্জুন রণতুঙ্গা। নির্বাচনের আগে সাময়িকভাবে শ্রীলঙ্কার ভোটাধিকার কেড়ে নিয়েছিল আইসিসি। সে কথা উল্লেখ করে ক্রীড়ামন্ত্রী বলেছেন, তিনি ক্রিকেট প্রশাসনে হস্তক্ষেপ করতে নারাজ।