কলম্বো: খোদ ক্রীড়ামন্ত্রীর ভারতগামী বিমান ধরার মুহূর্তে আটকে দেওয়া হল একদিনের দলে জায়গা পাওয়া শ্রীলঙ্কা ক্রিকেটারদের যাত্রা।


বর্তমানে ভারত সফরে তিন টেস্ট ম্যাচের জন্য রয়েছেন শ্রীলঙ্কার টেস্ট দল। তৃতীয় তথা শেষ ম্যাচ চলছে দিল্লির ফিরোজশাহ কোটলায়। যেখানে, ‘ধোঁয়াশার’ সমস্যা নিয়ে অভিযোগ জানিয়েছেন লঙ্কাবাহিনী। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, শ্রীলঙ্কার বহু ক্রিকেটারকে মাঠে মাস্ক পরে খেলতে দেখা যায়।


এবার, একদিনের সিরিজ ঘিরেও তৈরি হল নতুন বিতর্ক। বিভিন্ন সংবাদসংস্থার খবর, আসন্ন একদিনের সিরিজের জন্য অধিনায়ক নির্বাচিত হয়েছেন থিসারা পেরেরা। দল থেকে বাদ পড়েছেন টেস্ট অধিনায়ক দীনেশ চান্দিমল—যিনি এই মুহূর্তে ভারতে রয়েছেন।


সূত্রের খবর, একদিনের দল-নির্বাচন নিয়ে খুশি হন নি সেদেশের ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়শেখর। সোমবার রাতে ভারতে আসার জন্য কলম্বো বিমানবন্দরে পৌঁছেছিলেন একদিনের দলে জায়গা পাওয়া নয় ক্রিকেটার। কিন্তু, তাঁদের ফেরত আসার নির্দেশ দেন মন্ত্রী।


জানা গিয়েছে, সোমবার রাতে বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন অধিনায়ক পেরেরা, উপুল থরঙ্গা, দানুষ্কা গুণতিলাকা, আসেলা গুণরত্নে, চতুরঙ্গ ডি সিলভা, সচিত পতিরাণা, দুষ্মন্ত চামীরা এবং নুয়ান প্রদীপ। বাকি সদস্যরা ভারতেই রয়েছেন।


শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এক কর্তা জানান, রাত ৯টা নাগাদ ক্রিকেটাররকা সকলেই বিমানবন্দরে পৌঁছে যান। বাঁ-হাতি স্পিনার সচিত পতিরাণা তখন বিমানে উঠে পড়েছিলেন। বাকিরা ওঠার তোড়জোড় করছিলেন। এমন সময়, বলা হয় ফেরত আসতে। কারণ, ক্রীড়ামন্ত্রকের অনুমোদন নেই।


দিল্লির বাতাসের ধোঁয়াশা নয়, কিন্তু শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রীর এহেন সিদ্ধান্ত নেওয়ার পেছনে কী কারণ, সেই ধোঁয়াশা রয়ে গিয়েছে।