কলম্বো: ভারতীয় ক্রিকেট দলের নতুন সহ অধিনায়ক তিনি। শ্রীলঙ্কা সফরে শিখব ধবনের ডেপুটি হিসেবে দেখা যাবে ভুবনেশ্বর কুমারকে। চোট আঘাতে জর্জরিত ভুবনেশ্বর টেস্ট ক্রিকেট আর খেলবেন না, এমনই শোনা যাচ্ছিল মাঝে। কিন্তু পরেই নিজেই তা গুজব বলে উড়িয়ে দেন ভুবি। এবার ফের নিজের ক্রিকেট কেরিয়ার নিয়ে মুখ খুললেন এই ডানহাতি পেসার।


ইংল্যান্ডের মাটিতে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার সময় ভুবির অভিজ্ঞতা, সুইং মিস করেছে ভারতীয় দল। রুটদের দেশে আসন্ন টেস্ট সিরিজেও তাঁকে পাওয়া যাবে না। ভুবি শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার আগে এক সাক্ষাৎকারে বলেন, ‘সত্যি কথা বলতে আমি নিজের ক্রিকেট কেরিয়ারে কোনও ফর্ম্যাটকে আলাদা করে গুরুত্ব দেইনি। লাল বল হোক বা সাদা বলের ফর্ম্যাট। আমি খেলতে চাই সব ফর্ম্যাটেই। যদি টেস্টের জন্য জাতীয় দলে আমাকে ফের ডাকা হয়, আমি অবশ্যই নিজেকে নিংড়ে দেব। দলের জন্য অবদান রাখার চেষ্টা করব সবসময়।’ ভুবি আরও বলেন, 'আমি নিজেকে সব ফর্ম্যাটের জন্যই প্রস্তুত রাখছি। দেশের জার্সিতে টেস্ট, ওয়ান ডে, টি-টোয়েন্টি সব ফর্ম্যাটেই খেলতে চাই।'


ইংল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলে দেশে ফিরবে ভারতীয় ক্রিকেট দল। এরপর দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলতে নামবেন বিরাটরা। এরপর আবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজ রয়েছে। সেই সিরিজে ভুবিকে দলে দেখা যাবে কিনা তা দেখার।


২০১৮ সালে শেষবার টেস্ট ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে দেখা গিয়েছিল ভুবনেশ্বরকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নেমেছিলেন। কিন্তু এরপর থেকে ক্রিকেটের বাকি ২ ফর্ম্যাটে খেললেও সাদা পোশাকে আর দেখতে পাওয়া যায়নি তাঁকে।


চোট আঘাত নিয়ে মুখ খুলে ভুবি বলেন, 'চোট আঘাত প্রত্যেক ক্রিকেটারের কেরিয়ারের অঙ্গ। কিন্তু আমি আমার কেরিয়ার নিয়ে খুশি। যতদিন পারব দেশের জন্য খেলে যাওয়াই আমার একমাত্র লক্ষ্য।' ৩০ বছরের এই ভারতীয় পেসারের আন্তর্জাতিক  কেরিয়ারে ঝুলিতে রয়েছে ২৪৬ উইকেট।