কলম্বো: টেস্টকে আগেই বিদায় জানিয়েছিলেন। এবার একদিনের আন্তর্জাতিক ও টি-২০ থেকেও অবসর নিচ্ছেন শ্রীলঙ্কার ওপেনার তিলকরত্নে দিলশন। ঘরের মাঠে রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় একদিনের ম্যাচ খেলেই অবসর নিচ্ছেন দিলশন।

 

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মাতৃভূমির প্রতি অমূল্য অবদানের জন্য ২৮ তারিখের ম্যাচটি দিলশনকে উৎসর্গ করা হবে। এই ব্যাটসম্যানকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানিয়েছে দেশের ক্রিকেট বোর্ড। তবে দিলশন নিজে অবসরের সিদ্ধান্ত নিয়ে কোনও মন্তব্য করেননি।

 

আক্রমণাত্মক ডান হাতি ব্যাটসম্যান দিলশন ২০১৩ সালের অক্টোবরে টেস্ট থেকে অবসর নেন। তিনি ৮৭ টেস্টে ৫,৪৯২ রান করেছেন। রবিবার তিনি ৩৩০ তম একদিনের ম্যাচ খেলতে নামবেন। ক্রিকেটের এই ফর্ম্যাটে দিলশন ১,২৪৮ রান করার পাশাপাশি ১০৬টি উইকেটও নিয়েছেন।