হারের পর ব্যাটসম্যানদের তোপ শ্রীলঙ্কার কোচের
Web Desk, ABP Ananda | 21 Aug 2017 02:14 PM (IST)
ডাম্বুলা: ভারতের বিরুদ্ধে একদিনের ম্যাচে ৯ উইকেটে হারের জন্য ব্যাটসম্যানদেরই দায়ী করলেন শ্রীলঙ্কার অন্তর্বর্তী কোচ নিক পথাস। ব্যাটসম্যানদের উদ্দেশে তোপ দেগে তিনি বলেছেন, ‘আমাদের ১ উইকেটে ১৩৯ রান ছিল। তারপর ৭৭ রানে ৯ উইকেট হারালাম। ১৯ ওভারের মধ্যে ৯ উইকেট হারানো যে কোনও ভাষাতেই মেনে নেওয়া যায় না। আমাদের দলের ক্রিকেটার, সাপোর্ট স্টাফদের সবাইকে এর দায় নিতে হবে। এটাই খেলার বাস্তবতা’ গতকালের ম্যাচে টসে হেরে ভাল শুরু করার পরেও, মিডল অর্ডারে ধস নামায় ২১৬ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। ব্যাটসম্যানদের ভুল শট নির্বাচন এবং খারাপ শট খেলার জন্যই মিডল অর্ডারে ধস নামে বলে মনে করছেন শ্রীলঙ্কার কোচ। তিনি বলেছেন, ‘ফের দেখা গেল, ব্যক্তিবিশেষের উপরেই পারফরম্যান্স নির্ভর করে। আমরা কোচেরা তাদের অস্ত্র দিতে পারি। কিন্তু প্রয়োগ করার ক্ষেত্রে নিজের শক্তি, পরিস্থিতি পর্যবেক্ষণের ক্ষমতা এবং বিপক্ষের অবস্থা বুঝে সংশ্লিষ্ট ক্রিকেটারকেই সিদ্ধান্ত নিতে হবে।’ ব্যাটসম্যানদের সমালোচনা করলেও, বোলারদের পাশে দাঁড়িয়েছেন পথাস। তাঁর মতে, ‘দল মাত্র ২১৬ রান করায় বোলারদের কাজ কঠিন হয়ে গিয়েছিল। আমার মনে হয়, আমরা পরিস্থিতি ঠিকমতো অনুধাবন করতে পারিনি। ড্রেসিংরুমে সবসময় বলি, ঠিক সিদ্ধান্ত নেওয়ার পরেও সেটা বাস্তবায়িত না করতে পারলেও কোনও ব্যাপার না। আমরা তাতেই খুশি। কিন্তু এই ম্যাচে আমরা প্রচুর ভুল সিদ্ধান্ত নিয়েছি। তবে আমি ক্রিকেটারদের উপর রেগে নেই। ওরা যথেষ্ট পরিশ্রম করছে। সাপোর্ট স্টাফরাও দারুণ কাজ করছে। কারও দোষ নেই। তবে হ্যাঁ, আমরা ভাল খেলতে পারিনি।’