নটিংহ্যাম: বাঁ হাতের বুড়ো আঙুলে চোট। সারতে সময় লাগবে। আপাতত ১০ থেকে ১২ দিন পর্যবেক্ষণে থাকবেন ভারতীয় ওপেনার শিখর ধবন। তারপর পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে ম্যানেজমেন্ট। নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তান ম্যাচের আগে তাঁর ফিরে আসার সম্ভাবনা নেই, তা আগেই জানিয়ে দেওয়া হয়েছে। আর তিনি ফিরে এলেও ফিল্ডিংয়ে কতটা সাবলীল হতে পারবেন, তা নিয়ে সংশয়ে খোদ দলের ফিল্ডিং কোচ শ্রীধর।


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে প্যাট কামিন্সের বাউন্সারে চিড় ধরেছে শিখরের বাঁ হাতের বা আঙুলে। প্রাথমিক চিকিৎসার পর দলের তরফে জানানো হয়েছে, শিখরকে আপাতত প্রথম একাদশের বাইরেই থাকতে হবে। যদিও ভারতীয় ম্যানেজমেন্ট তাঁকে দলের সঙ্গেই রেখেছে। অন্যদিকে এই ভারতীয় ওপেনারের পরিবর্তে তরুণ তারকা ঋষভ পন্থকে বিলেতে উড়িয়ে নিয়ে এসেছে বিসিসিআই। কিন্তু, রবিবার ওল্ড ট্র্যাফোর্ডে শিখরের পরিবর্ত হিসেবে ঋষভকে প্রথম একাদশে দেখা যাবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। এই অবস্থায় শিখর ধবনকে নিয়ে আরও একটি চিন্তার বিষয় জানালেন শ্রীধর।


ভারতীয় দলের ফিল্ডিং কোচ শ্রীধর বলছেন, শিখর ধবন স্বাভাবিক ভাবে একজন ডান হাতি। ফিল্ডিংয়ে বল থ্রো করার ক্ষেত্রে কোনও অসুবিধা হবে না। তবে স্লিপে দাঁড়ানো নিয়ে সমস্যা হতে পারে। বুমরাহ, শামিরা যে গতিতে বল করেন তাতে স্লিপে ফিল্ডিং করা শিখরের পক্ষে সহজ হবে না। সেক্ষেত্রে তাঁকে অন্যত্র ফিল্ডিং করাতে হবে। ফিল্ডিং কোচ শ্রীধর বলছেন, “থ্রো করার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না। তবে ক্যাচ করার ক্ষেত্রে বিশেষ করে স্লিপ ক্যাচিং নিয়ে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। শুরুর ওভারে শিখর সাধারণত স্লিপেই দাঁড়ায়, সেখানে একটা সমস্যা হতে পারে। আমরা প্রথমে তুলনায় হাল্কা বল দিয়ে পরীক্ষা করব, তারপর ভারী বলের দিকে এগোব। তবে শিখরের পক্ষে এটা নিশ্চিত ভাবেই কঠিন হবে।”