নিউ ইয়র্ক: অঘটনের জন্যই চিহ্নিত হয়ে রইল এ বছরের ইউএস ওপেন। মহিলা সিঙ্গলসে সেরেনা উইলিয়ামসের হারের পর পুরুষদের ফাইনালে হেরে গেলেন নোভাক জকোভিচের মত মহাতারকা। সুইজারল্যান্ডের স্ট্যানিস্লাস ওয়ারিঙ্কার কাছে হারলেন বিশ্বের ১ নম্বর খেলোয়াড়, খেলার ফল ৬-৭(১), ৬-৪, ৭-৫ ও ৬-৩। ওয়ারিঙ্কার এটিই প্রথম ইউএস ওপেন, এ নিয়ে তৃতীয়বার গ্র্যান্ডস্লাম জিতলেন তিনি।
চতুর্থ সেটে ৩-১ পিছিয়ে থাকার সময় জকোভিচ কোর্টের ধারে চিকিৎসার জন্য অস্বাভাবিক বেশি সময় নেন। টানা ৬ মিনিট ব্রেক নিয়ে চেয়ার আম্পায়ারের কাছে অভিযোগও করেন ওয়ারিঙ্কা। কিন্তু খেলা শুরু হলে তিনটি ব্রেক পয়েন্ট পেলেও জকোভিচ তা ধরে রাখতে পারেননি। উল্টে সুইস খেলোয়াড় এগিয়ে যান ৪-১ ফলে। ৫-২ পিছিয়ে থাকার সময় ফের চিকিৎসকের সাহায্য নেন সার্বীয় খেলোয়াড়। কিন্তু শেষমেষ ম্যাচটিই হেরে বসেন।
টেনিস কোর্টে ২৪বার মুখোমুখি হয়েছেন জকোভিচ-ওয়ারিঙ্কা। রজার ফেডেরারের দেশের তারকা জিতেছেন মাত্র ৫বার। কিন্তু আশ্চর্যভাবে, তাঁর তিনটি গ্র্যান্ডস্লামই এসেছে ফাইনালে জকোভিচকে হারিয়ে। ২০১৪-র অস্ট্রেলীয় ওপেন, ২০১৫-র ফরাসি ওপেন বা এ বছর ইউএস ওপেন-গ্র্যান্ডস্লামের ফাইনালে পেলেই ওয়ারিঙ্কা হয়ে উঠেছেন জকোভিচ সংহারক।
হারলেন জকোভিচ, ইউএস ওপেন ওয়ারিঙ্কার
ABP Ananda, web desk
Updated at:
12 Sep 2016 01:58 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -