নয়াদিল্লি: এবারই প্রথম দূরদর্শনে দেখা যাবে আইপিএল-এর নির্বাচিত কয়েকটি ম্যাচ। প্রসার ভারতীর পক্ষ থেকে ট্যুইট করে এই ঘোষণা করা হয়েছে। ট্যুইটে লেখা হয়েছে, আরও বেশি দর্শকের কাছে আইপিএল পৌঁছে দেওয়ার জন্য স্টার টিভি কর্তৃপক্ষ ৫০-৫০ রাজস্ব ভাগের শর্তে এক ঘণ্টা দেরিতে দূরদর্শনে নির্বাচিত ম্যাচগুলি দেখাতে সম্মত হয়েছে।



এ বিষয়ে প্রসার ভারতীর চিফ এগজিকিউটিভ অফিসার শশী শেখর বেম্পতি বলেছেন, ‘জাতীয় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ম্যাচগুলি দূরদর্শনে বাধ্যতামূলকভাবে দেখানোর যে আইন রয়েছে, সেই আইনের আওতায় আইপিএল-এর ম্যাচগুলি দূরদর্শনে দেখানো হবে না। আমরা স্টারের সঙ্গে আলোচনার ভিত্তিতে বিজ্ঞাপন থেকে পাওয়া রাজস্ব অর্ধেক ভাগ করে নেওয়ার চুক্তিতে আইপিএল-এর ম্যাচগুলি দেখাব।’



প্রসার ভারতীর সিইও আরও জানিয়েছেন, দূরদর্শনে আইপিএল-এর উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান, ফাইনাল সহ প্রতি রবিবার একটি করে ম্যাচ দেখানো হবে। এছাড়া প্রতিদিনের ম্যাচগুলির হাইলাইটসও দেখানো হবে দূরদর্শনে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক প্রথমে ১৫ মিনিট দেরিতে দূরদর্শনে আইপিএল-এর ম্যাচগুলি দেখানোর প্রস্তাব দিয়েছিল। কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়নি স্টার ইন্ডিয়া।