ফোর্ট লডেরডেল (ফ্লোরিডা): মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সেন্ট্রাল ব্রাওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামের পরিকাঠামো দেখে খুশি ভারতের প্রধান কোচ অনিল কুম্বলে। তাঁর মতে, ভারত-ওয়েস্ট ইন্ডিজের এই টি-২০ সিরিজের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেটের এক নতুন সূচনা হবে।

 

ফ্লোরিডার এই স্টেডিয়ামই আমেরিকায় একমাত্র আইসিসি অনুমোদিত একদিনের আন্তর্জাতিক ম্যাচ হওয়ার উপযোগী। সেখানেই এই সিরিজের দুটি ম্যাচ হবে। তার আগে কুম্বলে বলেছেন, ‘আমেরিকায় এই সিরিজের আয়োজন করার উদ্যোগ খুব ভাল। আমরা খেলার জন্য মুখিয়ে আছি। মাঠ ভর্তি থাকবে। ভারতীয় বংশোদ্ভূতরা ভাল খেলা দেখার আশায় মাঠে আসবেন। এর আগে আমরা যখন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলেছি, তখন আমেরিকা থেকে অনেক ভারতীয় খেলা দেখতে গিয়েছেন। এবার তাঁরা ফ্লোরিডায় খেলা দেখার সুযোগ পাবেন। আমি নিশ্চিত, ভবিষ্যতে ভারতীয় দল এখানে আরও ম্যাচ খেলবে।’

 

মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিকেট জনপ্রিয় নয়। তা সত্ত্বেও ফ্লোরিডার এই স্টেডিয়ামের পরিকাঠামো দেখে মুগ্ধ কুম্বলে। তাঁর মতে, এখানকার উইকেট টি-২০ ম্যাচের আদর্শ। আউটফিল্ড এবং অনুশীলনের ব্যবস্থাও বেশ ভাল। আমেরিকায় ক্রিকেটের এত সুযোগ-সুবিধা আশা করেননি ভারতের কোচ।

 

এই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক ম্যাচ খেলবে ভারতীয় দল। সংক্ষিপ্ত ওভারের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে এই প্রথম কাজ করবেন কুম্বলে। তিনি দুটি বিষয় নিয়েই উত্তেজিত। কোচ হিসেবে প্রথম সিরিজেই সাফল্য পেয়েছেন কুম্বলে। ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ জিতেছে ভারত। টি-২০ সিরিজেও সেই সাফল্য ধরে রাখতে চান বিরাট কোহলিরা।