সিডনি: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে বল বিকৃতি কেলেঙ্কারির জেরে এখন নির্বাসিত অস্ট্রেলিয়া দলের প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ, প্রাক্তন সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং ওপেনার ক্যামেরন ব্যানক্রফ্ট। স্মিথ জানিয়েছেন, বল বিকৃতির ঘটনার পর তিনি খুবই ভেঙে পড়েছিলেন। টানা চারদিন কেঁদেছিলেন তিনি।
ওয়ার্নারের সঙ্গে স্মিথও ফের মাঠে ফিরছেন। আগামী মাসে কানাডার গ্লোবাল টি ২০ লিগে খেলবেন তাঁরা।
অস্ট্রেলিয়া ও কানাডার ক্রিকেট সংক্রান্ত প্রকল্পে গ্লোবাল টি ২০ লিগ থেকে প্রাপ্ত অর্থ দান করার সিদ্ধান্ত নিয়েছেন স্মিথ।
সিডনিতে একটি সেবামূলক প্রতিষ্ঠানের অনুষ্ঠানে স্মিথ বলেছেন, সত্যি কথা বলতে কী, ঘটনার পর চারদিন আমার চোখের জলে কেটেছে। আমি মানসিক দিক থেকে ভেঙে পড়েছিল। তবে আমার ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের পাশে পেয়ে আমি খুবই ভাগ্যবান। তাঁদের সঙ্গে সারা দিন কথা বলতাম। তাঁরা এভাবে সময় দিয়ে আমার পাশে দাঁড়িয়েছিলেন। আর সেটাই আবার ভাবনাচিন্তার অনেকটাই তফাত গড়ে গিয়েছে।
স্মিথ ৬৪ টেস্টে ৬১.৩৭ গড়ে ৬,১৯৯ রান করেছেন।
বল বিকৃতি কেলেঙ্কারির পর টানা চারদিন 'চোখের জলে' কেটেছিল স্টিভ স্মিথের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Jun 2018 09:24 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -