ওয়েলিংটনে প্রথম ইনিংসে কোহলি আউট হয়েছিলেন মাত্র ২ রান করে। দ্বিতীয় ইনিংসে ৪৩ বল ক্রিজে থাকলেও মাত্র ১৯ রান করে ফিরেছিলেন। পাঁচ পয়েন্ট হারিয়েছেন কোহলি। তাঁর সংগৃহীত পয়েন্ট ৯০৬। তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। ৯১১ পয়েন্ট পেয়ে শীর্ষে স্মিথ।
কোহলি ছাড়াও প্রথম দশের মধ্যে আছেন ভারতের আরও ৩ তারকা। আট নম্বরে রয়েছেন অজিঙ্ক রাহানে (৭৬০ পয়েন্ট)। ৯ নম্বরে চেতেশ্বর পূজারা (৭৫৭ পয়েন্ট) এবং ১০ নম্বরে ময়ঙ্ক অগ্রবাল (৭২৭ পয়েন্ট) আছেন।
বেসিন রিজার্ভে ভারতের বিরুদ্ধে ম্যাচ জেতানো ৮৯ রানের ইনিংস খেলে তৃতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে স্মিথ বা কোহলির চেয়ে অনেকটাই পিছনে রয়েছেন তিনি। উইলিয়ামসনের সংগৃহীত পয়েন্ট ৮৫৩।
বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথম দশ থেকে ছিটকে গিয়েছেন ভারতের পেসার যশপ্রীত বুমরাহ ও মহম্মদ শামি। প্রথম দশে একমাত্র ভারতীয় প্রতিনিধি আর অশ্বিন। ৭৬৫ পয়েন্ট নিয়ে তিনি র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে রয়েছেন। ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ৯ উইকেট নিয়ে টিম সাউদি আট ধাপ উঠে এসে ৬ নম্বরে রয়েছেন। বোলারদের মধ্যে শীর্ষে অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স।