দুবাই: গুরু পাপে লঘুদণ্ড! এছাড়া আর কী-ই বা বলা যায়। বল-বিকৃতির মতো গুরুতর অপরাধ করেও মাত্র একটি টেস্টে নির্বাসন এবং ১০০ শতাংশ ম্যাচ ফি জরিমানা দিয়েই ছাড় পেয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। ক্যামেরন ব্যানক্রফট তো আরও কম সাজা পেয়েছেন। তাঁকে ৭৫ শতাংশ জরিমানা দিতে হবে। সেইসঙ্গে তাঁকে তিন ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। আজ এই সাজার কথা ঘোষণা করেছে আইসিসি।


এই ঘটনার বিষয়ে আইসিসি চিফ এগজিকিউটিভ ডেভিড রিচার্ডসন বলেছেন, ‘স্মিথ আইসিসি আচরণবিধির ২.২.১ ধারা লঙ্ঘন করেছেন। তাঁকে দু’টি সাসপেনশন পয়েন্ট দেওয়া হয়েছে, যা চারটি ডিমেরিট পয়েন্টের সমতুল্য। তাই তাঁকে একটি টেস্ট ম্যাচে নির্বাসিত করা হচ্ছে। অস্ট্রেলিয়ার লিডারশিপ গ্রুপ যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা ক্রিকেটের আদর্শের পরিপন্থী। এর ফলে খেলার বিশুদ্ধতা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। অধিনায়ক হিসেবে স্টিভ স্মিথকে তাঁর দলের খেলোয়াড়দের আচরণের দায় নিতে হবে। তাই তাঁকে নির্বাসিত করা উপযুক্ত সিদ্ধান্ত।’