লাহোর: পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট খেলতে নেমে নতুন রেকর্ড স্টিভ স্মিথের। এবার তিনি টেক্কা দিলেন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় ও বীরেন্দ্র সহবাগের মতো ক্রিকেটের প্রাক্তন তারকাদের। চলতি টেস্ট সিরিজে দুর্দান্ত ফর্মে রয়েছেন স্টিভ স্মিথ। তিনি এখনও পর্যন্ত সিরিজে মোট ৩টি অর্ধশতরান হাঁকিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত সেঞ্চুরি পাননি। যদিও রেকর্ড গড়া যেন অভ্যেসে পরিণত করে ফেলেছেন অস্ট্রেলিয়ার সহ অধিনায়ক। প্রথম টেস্টে রাওয়ালপিণ্ডিতে ৭৮ রান করেছেন। দ্বিতীয় টেস্টে ৭২ রান করেছেন। অন্যদিকে লাহোর টেস্টে ৫৯ রান করেছেন।
লাহোর টেস্টে খেলার মাঝেই এশিয়ার কয়েকজন কিংবদন্তী ব্যাটারদের টপকে গেলেন স্মিথ। টেস্টে ১৫০ ইনিংস খেলার পর সর্বাধিক রানের মালিক তিনি। তিনি ৭৯৯৩ রান করেছেন। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার কুমার সাঙ্গাকারা (৭৯১৩)। এরপর রয়েছেন যথাক্রমে সচিন তেন্ডুলকর (৭৮৬৯), বীরেন্দ্র সহবাগ (৭৬৯৪), রাহুল দ্রাবিড় (৭৬৮০)। লাহোর টেস্টে প্রথমে ব্যাট করে বড় রান বোর্ডে তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৩৯১ রান বোর্ডে তোলে অস্ট্রেলিয়া। ৯১ রান করেন উসমান খোয়াজা। ক্যামেরন গ্রিন ৭৯ রান করেন। ৬৭ রানের ইনিংস খেলেন অ্যালেক্স ক্যারি।
এর আগে করাচি টেস্টে চতুর্থ ইনিংসে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রানের মালিক এখন বাবর আজম। ৫০৬ রান তাড়া করতে নেমে শেষ পর্যন্ত ম্যাচ ড্র করে পাকিস্তান। অধিনায়কোচিত ইনিংস খেলে একের পর এক রেকর্ডে গড়েছে ও ভেঙেছেন বাবর আজম। সেই তালিকায় এবার রয়েছেন সুনীল গওস্করের সঙ্গে একই সারিতে বসে পড়া। চতু্র্থ ইনিংসে চারশো বা তার বেশি বল খেলার তালিকায় লিটল মাস্টারের সঙ্গে একই তালিকায় রয়েছেন তিনি। গাওস্কর ৪৪৩ বল খেলেছিলেন চতুর্থ ইনিংসে একটি ম্যাচে। বাবর নিজের ৪২৫ বলে ১৯৬ রানের ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করাচিতে।
আরো পড়ুন: য়াস্তিকার অর্ধশতরান ও স্নেহ রানার অলরাউন্ড পারফরম্যান্স, বিশ্বকাপে বাংলাদেশ বধ মিতালিদের