ব্রিসবেন: তাঁকে সকলে চেনে চূড়়ান্ত পেশাদারিত্বের জন্য। দেশের হয়ে খেলার সময় জিততে এতই মরিয়া থাকেন যে, মাঝে মধ্যে বিতর্কও বাঁধিয়ে বসেন। কখনও আউট হওয়ার পর নিয়ম ভেঙে ডিআরএস চাওয়া নিয়ে ড্রেসিংরুমের সাহায্য চেয়েছেন আর পরে সাফাই দিয়েছেন যে, সাময়িকভাবে বুদ্ধিভ্রম হয়েছিল। ক্রিকেটবিশ্বে যে ঘটনা ব্রেনফেড নামে বিখ্যাত। কখনও আবার স্যান্ডপেপার দিয়ে বল ঘষে নির্বাসিত হয়েছেন। চলতি সিরিজে প্রতিপক্ষের ব্যাটিং চলাকালীন ফিল্ডিং করার ফাঁকে পিচে ঢুকে ব্যাটসম্যানের গার্ড নষ্ট করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

এবার সেই স্টিভ স্মিথের প্রেমিক সত্ত্বা প্রকাশ্যে এল। অস্ট্রেলিয়ার জার্সিতে মাঠে ভারতের বিরুদ্ধে লড়াই করছেন। তাই স্ত্রীর জন্মদিনে গরহাজির স্মিথ। যা নিয়ে মরমে মরে আছেন টেস্টে বিশ্বের সেরা ব্যাটসম্য়ান। শুভেচ্ছা জানাতে স্মিথ বেছে নিলেন সোশ্যাল মিডিয়াকে। ইনস্টাগ্রামে স্মিথ লিখলেন, 'স্ত্রী ড্যানি উইলিসকে ৩০তম জন্মদিনের অনেক শুভেচ্ছা। খুবই দুর্ভাগ্যজনক যে, আমি আজ তোমার সঙ্গে থাকতে পারলাম না। আশা করছি তোমার বন্ধুদের সঙ্গে আজ একটা দুর্দান্ত দিন কাটাবে। খুব মিস করছি। তোমাকে ভীষণ ভালবাসি।'



ভারতের বিরুদ্ধে ৪ ম্যাচের টেস্ট সিরিজ আপাতত ১-১। প্রথম টেস্টে অস্ট্রেলিয়া জেতার পর দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরায় ভারত। তৃতীয় টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়। ব্রিসবেনে সিরিজের শেষ টেস্টে প্রথম ইনিংসে স্মিথ করেন ৩৬ রান। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ভারত-অস্ট্রেলিয়া দুই শিবিরের। এরই মধ্যে রবিবার ছিল স্মিথের স্ত্রীর ৩০তম জন্মদিন। স্ত্রীর পাশে থাকতে পারেননি বলে আক্ষেপ করেছেন স্মিথ।

অ্যাডিলেড এবং মেলবোর্নে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজার বল খেলা নিয়ে সমস্যায় পড়েছিলেন স্মিথ। সিডনিতে নিজের স্টাইল বদলে ফেলেন। এখন তাঁর পা অনেক বেশি নড়ছে। স্মিথ জানিয়েছেন, মানসিকতায় বদলই তাঁকে সাফল্য এনে দিয়েছে। টেস্টে বিশ্বের সেরা ব্যাটসম্যান আপাতত ভারতকে হারানোর ব্রত নিয়ে মাঠে নামছেন। স্ত্রীর জন্মদিনেও তাঁকে ব্যস্ত থাকতে হল দেশের মর্যাদা রক্ষায়।