কলকাতা: ডায়পার খোলারও বয়স হয়নি। তার আগেই ব্যাট হাতে কেতাবি কায়দায় সাবলীলভাবে খেলছে একের পর এক কভার ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছিল। সোশ্যাল মিডিয়ায় ছোট্ট ওই শিশুর ব্যাটিংয়ের ভিডিও শেয়ার করেছিলেন তার বাবা। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন ভিডিওটি শেয়ার করে ভারতীয় দলের অধিনায়ক কোহলির কাছে মজার ছলেই প্রশ্ন করেছিলেন, ওই খুদেকে কি দলে নিতে পারবেন। ভিডিও দেখে নিজের বিস্ময় চেপে রাখতে পারেননি কোহলিও। তিনি বলেন, এ তো অবিশ্বাস্য, ও কোথাকার। এরপর কলকাতার বুক থেকেই ক্রিকেটের সেই ওয়ান্ডার কিড, শেখ শাহিদকে খুঁজে বের করে এবিপি আনন্দ।
আর, এবার তাকে দেখে মোহিত অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ ওয়া।



নিজের বইয়ের তথ্য সংগ্রহের জন্য সম্প্রতি কলকাতায় আসেন বিশ্বজয়ী অসি অধিনায়ক। ইডেনের আনাচে-কানাচে ঘোরাঘুরির ফাঁকেই সোজা চলে যান বেহালায়, ৩ বছরের শেখ শাহিদের বাড়ি। বিস্ময় বালকের সঙ্গে সময় কাটান বেশ কিছুক্ষণ। এমনকী, তার সঙ্গে মেতে উঠলেন ক্রিকেটেও। জানালেন, তাঁর নতুন বই ‘স্পিরিট অফ ক্রিকেটে’ লেখা থাকবে শেখ শাহিদের কথাও। ক্রিকের বিস্ময় বালককে শুভেচ্ছা জানিয়ে তাঁর বার্তা, ‘এভাবেই ক্রিকেটকে উপভোগ করো। একদিন অনেক বড় ক্রিকেটার হবে।’ আর, স্টিভ ওয়ার মত অতিথিকে পেয়ে উচ্ছ্বসিত শাহিদের পরিবার।