নয়াদিল্লি: স্ত্রীর গলা টিপে ধরে ধরেছিলেন বেন স্টোকস? এই প্রশ্ন নিয়েই এখন উত্তাল ক্রিকেটপ্রেমী নেটিজেনরা। সম্প্রতি এক ব্রিটিশ ওয়েবসাইটের প্রকাশিত ছবি, এমন প্রশ্নই উষ্কে দিয়েছে। ছবিতে স্টোকসের হাত তাঁর স্ত্রীর গলার ঠিক উপরে। প্রফেশনাল ক্রিকেটার’স অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তী পূর্তির পার্টিতে তোলা হয়েছে ছবিটি।
এই প্রসঙ্গে অনেক জল্পনার পর মুখ খোলেন বেনের স্ত্রী ক্লেয়ার। তিনি স্পষ্টতই জানিয়ে দেন, ঘটনার ভুল ব্যাখ্যা করা হচ্ছে।


তিনি লেখেন, "অবিশ্বাস্য, মানুষ যে কী ধরনের গল্প বানায়। আমি আর বেন একে অপরের গাল টিপে দিচ্ছিলাম। এভাবেই আমরা একে অপরের প্রতি ভালবাসা প্রকাশ করি। আর তা নিয়ে কোনও কোনও মানুষ অন্য গল্প বানাতে চায়!"
ব্রিটিশ মাধ্যমে সংবাদটি প্রকাশ পাওয়ার সঙ্গ সঙ্গেই টুইট করেন স্টোকসের স্ত্রী। এবছর বেন স্টোকস পিসিএ-র প্লেয়ার অফ দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন।
পরে বেনও তাঁর স্ত্রীর ট্যুইটটি শেয়ার করেন।