মুম্বই: এ যেন 'ছিল রুমাল, হয়ে গেল বেড়াল'। কিছুদিন আগেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন ক্যাপ্টেন অমরিন্দর সিংহ। কিন্তু সোশ্যাল মিডিয়ায় আচমকাই অমরিন্দর সিংহ জানিয়ে দিলেন যে তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী নন পঞ্জাবের। কি অবাক হলেন তো? না, অবাক হওয়ার কিছু নেই। এই অমরিন্দর সিংহ হলেন ভারতীয় ফুটবল দলের তারকা গোলরক্ষক। আইএসএলে যিনি এটিকে মোহনবাগানের হয়ে খেলেন।


আসলে সমস্যার শুরু কংগ্রেসের অমরিন্দর সিংহের পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরই। সোশ্যাল মিডিয়ায় ক্যাপ্টেন অমরিন্দর সিংহকে নিয়ে যখনই কোনও পোস্ট করা হচ্ছে ভুলবশত সেখানে বারবার ট্যাগ করা হচ্ছে ফুটবলার অমরিন্দর সিংহকে। আর এই নিয়েই রীতিমতো বিরক্ত ভারতীয় দলের গোলরক্ষক। এবার নিজের ট্যুইটারেই তাই আবেদন জানালেন অমরিন্দর।


নিজের ট্যুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন অমরিন্দর সেখানে তিনি লিখেছেন, 'সংবাদমাধ্যম ও প্রতিনিধিদের উদ্দেশে আমি বলতে চাই যে আমি পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংহ নই, আমি ভারতীয় ফুটবল দলের গোলরক্ষক অমরিন্দর সিংহ। দয়া করে ওনার নামের পরিবর্তে আমাকে ট্যাগ করা বন্ধ করুন।'


 






আইএসএলে এটিকে মোহনবাগানের গোলরক্ষক অমরিন্দর। পঞ্জাবের এই ফুটবলার আইএসএলে মুম্বই সিটির হয়েও খেলেছেন। পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহ যদিও এই ঘটনার পরই তারকা গোলরক্ষকের প্রতি ট্যুইট করেন, 'আমার তরুণ বন্ধু, আমি তোমার প্রতি সহানুভূতি প্রকাশ করছি। তোমার খেলাগুলোর জন্য শুভকামনা।' 


আরও পড়ুন: অলিম্পিক্সে ইতিহাস গড়ার পরই অবসর হকি তারকা রূপিন্দরের