বিশাখাপত্তনম: সংবাদমাধ্যমকে ভারতের ধীরগতির এবং স্পিন সহায়ক পিচের সমালোচনা বন্ধ করার কথা বললেন রবিচন্দ্রন অশ্বিন। তাঁর বক্তব্য, এ বিষয়ে প্রশ্নের জবাব দিতে দিতে তিনি বিরক্ত।
বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেটে ১০৩ রান তুলেছে ইংল্যান্ড। অশ্বিন দুটি এবং জয়ন্ত যাদব একটি উইকেট পেয়েছেন। এরপর সাংবাদিক সম্মেলনে পিচ নিয়ে প্রশ্ন আসতেই অশ্বিন বলেছেন, ‘আমি জানি না কেন আমাদের বারবার এই সমালোচনা শুনতে হয়। এভাবে চলতে থাকলে আমি সাংবাদিক সম্মেলনে পিচ নিয়ে প্রশ্নের জবাব দেওয়া বন্ধ করে দেব।’
বল হাতে দু উইকেট নেওয়ার আগে এদিন ব্যাট হাতেও ভাল পারফরম্যান্স দেখান অশ্বিন। তিনি মূল্যবান ৫৮ রান করেন। স্বভাবতই পিচ নিয়ে খুশি এই অলরাউন্ডার। তিনি বলেছেন, ‘এই পিচে বল করে আমি খুশি। উইকেটের অবস্থা সময়ের সঙ্গে সঙ্গে খারাপ হয়ে যেতে পারে। সেটা হলে ব্যাট করা কঠিন হয়ে যাবে।’
পিচের সমালোচনা বন্ধ করুক সংবাদমাধ্যম, দাবি অশ্বিনের
Web Desk, ABP Ananda
Updated at:
18 Nov 2016 08:48 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -