নয়াদিল্লি:  ডেভিস কাপ (Davis Cip) খেলার জন্য পাকিস্তান যেতে নারাজ ভারতের এক নম্বর টেনিস তারকা সুমিত নাগাল(Sumit Nagal)। এটিপি সিঙ্গলসের ক্রমতালিকায় ভারতের সবচেয়ে সফল টেনিস তারকা সুমিত। তিনি রয়েছেন ১৪১ নম্বরে। ও ভারতীয়দের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সাসি৷ তিনি রয়েছেন ৪৭৭ নম্বরে। সর্বভারতীয় টেনিস ফেডারেশনকে ২ জনই তাঁদের না যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। সূত্রের খবর, এক্সিকিউটিভ কমিটির বৈঠকে এই নিয়ে আলোচনা হতে পারে৷ 


উল্লেখ্য, আগামী ফেব্রুয়ারিতে রয়েছে ওয়ার্ল্ড গ্রুপের টাই। সেই ম্যাচেই খেলতে নামবেন না সুমিত ও সাসি। তবে ঠিক কেন এমন সিদ্ধান্ত, তা কেউই জানাননি এখনও। 


এই মুহূর্তে ভারতের সেরা লন টেনিস তারকা সুমিত নাগাল। আর সেই তিনিই চরম কষ্টে কাটাচ্ছেন জীবন। অবস্থা এমন যে, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা প্রায় নিঃশেষিত হতে চলেছে। এটিপি ট্যুরে প্রতি বছর খেলতে প্রায় এক কোটি টাকার কাছাকাছি খরচ। নিজের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের মাইনে, মহারাষ্ট্র টেনিস অ্যাসোসিয়েশনের কাছ থেকে যে সাহায্য পান, সব মিলিয়ে এতদিন তা ম্যানেজ করেছেন তিনি। কিন্তু এখন পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাইরে যেতে চলেছে। তাঁর ব্যাঙ্কের অ্যাকাউন্টে এই মুহূর্তে এক লক্ষের থেকেও রয়েছে কম টাকা। মাত্র ৮০০০০ টাকা পড়ে রয়েছে তাঁর ব্যাঙ্কে। সেই টাকা নিয়ে কী ভাবে, কী করবেন, তাই ভেবে পাচ্ছেন না সুমিত নাগাল। দেউলিয়া হয়ে যাওয়ার অবস্থা হয়েছে তাঁর।


সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে নাগাল বলেন, ''এই বছরের শুরুতে যে টাকা আমার ব্যাঙ্কে ছিল, এখন সেটাই পড়ে আছে। সেটা ওই ৮০ হাজার টাকা মতো। মহা টেনিস ফাউন্ডেশন আমাকে সাহায্য করে। চাকরি করি যে সংস্থায়, সেখান থেকে প্রতি মাসে আয় করি। কিন্তু কোনও স্পনসর নেই আমার।'