সন্দেশখালি: মানুষের ক্ষোভ মেটাতে গতকালের পর আজ ফের সন্দেশখালিতে (Sandeshkhali Chaos) যান দুই মন্ত্রী। ১৪৪ দেখিয়ে বাধা স্বেচ্ছাসেবী সংগঠনের ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে বাধা দেওয়া হয়। সেই সন্দেশখালিতেই এদিন হাজির হলেন রাজ্যের দুই মন্ত্রী। মাতলেন কীর্তনের আসরেও।


ফের সন্দেশখালিতে দুই মন্ত্রী: বেড়মজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাঠপোল এলাকায় শুক্রবার শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। এদিন সেখানেই ঢোল বাজিয়ে কীর্তনের আসনে যোগ দিলেন সুজিত বসু, পার্থ ভৌমিক। রীতিমতো খোল বাজালেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। মন্ত্রীদের দাবি, 'মানুষ আনন্দে আছেন, তাই আমাদের এখানে ডেকেছেন।'। 


৫২ দিন পরেও কেন গ্রেফতার হল না শেখ শাহজাহান? উঠছে এই প্রশ্ন। গত ২ দিন ধরে ক্ষোভের আগুনে জ্বলছে সন্দেশখালির বেড়মজুর। একের পর এক তৃণমূল নেতার বাড়িতে হামলা ক্রুদ্ধ গ্রামবাসীর। ঝাঁটা-লাঠি নিয়ে রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন মহিলারা। শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনের বিরুদ্ধেও একের পর এক অভিযোগ তাঁদের। জমি দখল করে ভেড়ি থেকে মার্কেট তৈরির অভিযোগে সরব গ্রামবাসীরা। ক্ষোভ শুনতে বেড়মজুরে এদিন হাজির হন ২ মন্ত্রী। শুক্রবার এই এলাকাতেই দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছিল। রবিবারও বদল হল না সেই ছবির। শেখ শাহজাহানদের গ্রেফতারির দাবিতে এদিনও ফের রাস্তায় মহিলারা। হাতে সুজিত বসু গোব্যাক লেখা পোস্টার। যদিও রাজ্যের দুই মন্ত্রীর আশ্বাস, 'রাজ্য সরকারের প্রতিনিধি হয়ে এসেছি।' একইসঙ্গে জমি ফেরত দেওয়ার আশ্বাসও দিয়েছেন তাঁরা।


এদিকে বেড়মজুরের ঝুপখালিতে আজও পুলিশের ক্যাম্পে জমা পড়ছে অভিযোগ। কেউ আসছেন শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে জমি জবরদখল, হুমকির অভিযোগ নিয়ে। কেউ আবার অত্যাচারের অভিযোগ জানাতে এসেছেন। শুধু উত্তর ২৪ পরগনার সন্দেশখালি নয়, এবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানা এলাকাতেও জমি দখলের অভিযোগ উঠল শেখ শাহজাহান ও তাঁর দলবলের বিরুদ্ধে। অভিযোগ, বাসন্তীর সরবেড়িয়া পুরাতন বাজারে ৯ বিঘা জমিতে নোনা জল ঢুকিয়ে জবরদখল করা হয়। প্রতিবাদ করায় স্থানীয় পার্টি অফিসে নিয়ে গিয়ে মারধর করার হুমকি দেয় শেখ শাহজাহান বাহিনী।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Kalyani AIIMS: পরিবেশ ছাড়পত্র নিয়ে প্রশ্ন, বিতর্কের মুখে কল্যাণী AIIMS