নয়াদিল্লি: আইপিএল থেকে যারা লাভবান হয়নি, কেবলমাত্র তারাই এর সমালোচনা করে, নিন্দা করে অথচ আইপিএল একটি কটেজ ইন্ডাস্ট্রির মতো যেখান থেকে নিত্যনতুন খেলোয়াড় উঠে আসে। এমনটাই মনে করছেন সুনীল মনোহর গাওস্কর।
বিষয়টি ব্যাখ্যা করে ভারতের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান বলেছেন, আইপিএল আসলে একটা ইন্ডাস্ট্রি। আইপিএলের সঙ্গে বহু মানুষের রুজি রোজগার যুক্ত। কিন্তু অনেক মানুষই আছেন যাঁরা আইপিএল থেকে কোনওভাবেই লাভবান হতে পারেননি, সেই তাঁরাই হিংসে থেকে এই টুর্নামেন্টের নিন্দা করেন। তাঁরা সব সময় চান যেভাবেই হোক আইপিএল যেন বাতিল হয়ে যায়। কিন্তু এটা ভাবেন না যে কত মানুষ আইপিএলের জন্য করে-কম্মে খেতে পারছেন। একটা বড় সংখ্যক মানুষের যেখানে উপকার হচ্ছে এর থেকে তেমন জিনিসের সমালোচনা করার মানে কি!
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে আরবে শুরু হবে এবারের আইপিএল। গাওস্কর জানিয়েছেন, তিনি চান আইপিএল দীর্ঘজীবি হোক। কারণ নতুন ক্রিকেটার তুলে আনতে এই ধরণের টুর্নামেন্ট হওয়া অত্যন্ত প্রয়োজন। সানি আরও ব্যাখ্যা করে বলেন, , কিছু মানুষ শুধু আইপিএল থেকে বোর্ডের ও ক্রিকেটারদের উপার্জিত বিপুল অঙ্কের টাকাটাই দেখে। কিন্তু আইপিএলের জন্য যে অনেক নতুন তারকা উঠে আসার সুযোগ পাচ্ছে, আইপিএলের জন্য যে সার্বিকভাবে দেশের ক্রিকেটের ভাল হচ্ছে, সেটা তাঁরা দেখতে পান না। তাদের চোখে পড়ে না।
প্রসঙ্গত, সানি-রা যখন ক্রিকেট খেলেছেন তখন তো আর আইপিএল ছিল না। যদি থাকতো, তবে হয়তো বাজি রেখে বলা যায় যে তাঁকে দলে পেতে দলের মালিকরা লাখ লাখ টাকা লগ্নি করতেন। তবে মাঠে না খেললেও সানি বহু বছর ধরেই আইপিএলের সঙ্গে যুক্ত রয়েছেন অন্য অবতারে। ধারাভাষ্যকার হিসাবেও তিনি ভীষণই জনপ্রিয়। আর এবার সার্বিকভাবে টুর্নামেন্টের উপযোগিতা নিয়ে আক্রমণাত্মক হুক করলেন সমালোচকদের উদ্দেশে।