মুম্বই: বিরাট কোহলিদের নতুন প্রধান নির্বাচক হচ্ছেন সুনীল যোশী। এমএসকে প্রসাদের স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। সেই সঙ্গে গগন খোড়ার পরিবর্তে নির্বাচকমণ্ডলীতে এলেন হরবিন্দর সিংহ।
মদল লাল, রুদ্রপ্রতাপ সিংহ ও সুলক্ষণা নায়েকের তিন সদস্যের উপদেষ্টা কমিটি বুধবার মুম্বইয়ে বোর্ডের হেডকোয়ার্টারে বৈঠকের পর এই দুজনের নাম বেছে নেন। সেই সঙ্গে তাঁরা প্রধান নির্বাচকের পদে যোশীর নাম সুপারিশ করেন।
দেবাঙ্গ গাঁধী, শরনদীপ সিংহ ও যতীন পরাঞ্জপের সঙ্গে যোগ দেবেন যোশী ও হরবিন্দর। দেবাঙ্গদের মেয়াদ শেষ হতে এখনও এক বছর বাকি।
ভারতের হয়ে ১৫টি টেস্ট ও ৬৯টি ওয়ান ডে খেলেছেন বাঁহাতি স্পিনার যোশী। হরবিন্দর দেশের হয়ে ৩টি টেস্ট ও ১৬টি ওয়ান ডে খেলেছেন।
বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে, নতুন নির্বাচক কমিটিই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজের দল বেছে নেবে।
বুধবারই উপদেষ্টা কমিটি নির্বাচক পদপ্রার্থী ৫ জনের ইন্টারভিউ নেয়। যোশী ও হরবিন্দর ছাড়াও ইন্টারভিউ দেন রাজেশ চৌহান, বেঙ্কটেশ প্রসাদ ও লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ। সেখান থেকে যোশী-হরবিন্দরকে বেছে নেওয়া হয়।
এমএসকে প্রসাদের জায়গায় নতুন প্রধান নির্বাচক সুনীল যোশী, খোড়ার পরিবর্তে এলেন হরবিন্দর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Mar 2020 06:04 PM (IST)
বুধবারই উপদেষ্টা কমিটি নির্বাচক পদপ্রার্থী ৫ জনের ইন্টারভিউ নেয়। যোশী ও হরবিন্দর ছাড়াও ইন্টারভিউ দেন রাজেশ চৌহান, বেঙ্কটেশ প্রসাদ ও লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ। সেখান থেকে যোশী-হরবিন্দরকে বেছে নেওয়া হয়।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -