পুণে: টেস্টের ইতিহাসে অন্যতম সফল ওপেনার সুনীল গাওস্কর কি না বীরেন্দ্র সহবাগের মতো ব্যাটিং করতে চাইতেন, কিন্তু পারেননি। আত্মজীবনী ‘সানি ডেজ’-এর ৪৯ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এমনই বলেছেন গাওস্করর। তিনি বিরাট কোহলির নেতৃত্বাধীন বর্তমান ভারতীয় দলেরও প্রশংসা করেছেন। তাঁর বক্তব্য, এই দল তাঁর স্বপ্নপূরণ করছে।

সহবাগের প্রশংসা করে লিটল মাস্টার বলেছেন, ‘আমি সবসময় টেস্ট ম্যাচের প্রথম বলেই ছক্কা মারতে চাইতাম। সেটা একবারই করতে পেরেছিলাম। কিন্তু সহবাগ নিয়মিত করত। ও যেমন অসাধারণ ব্যাটসম্যান ছিল, তেমনই সাহসীও ছিল।’

টি-২০ ক্রিকেটের ফলে একদিনের ক্রিকেট এবং টেস্ট ম্যাচের ধরন বদলে গিয়েছে বলেই মনে করেন গাওস্কর। তিনি গোলাপী বলে দিন-রাতের টেস্ট ম্যাচকে খুব একটা সমর্থন করছেন না। ১৯৮৩ সালে বিশ্বকাপ জয়কেই কেরিয়ারের সেরা মুহূর্ত বলে উল্লেখ করেছেন গাওস্কর। তিনি সেবারের অধিনায়ক কপিল দেবের প্রশংসা করেছেন। গাওস্কর আরও বলেছেন, তিনি রোহন কানহাইকে কট বিহাইন্ড এবং গ্যারি সোবার্সকে এলবিডব্লু করতে চেয়েছিলেন। কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি।