উত্তেজক ম্যাচে পঞ্জাবকে ১৩ রানে হারাল হায়দরাবাদ
Web Desk, ABP Ananda | 26 Apr 2018 11:40 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
হায়দরাবাদ: লো-স্কোরিং ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবকে ১৩ রানে হারিয়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ। ব্যাটসম্যানরা খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে না পারলেও, বোলারদের দাপটে সহজ জয় এল। রশিদ খান ১৯ রান দিয়ে তিনটি এবং সন্দীপ শর্মা, শাকিব আল হাসান ও বাসিল থাম্পি দু’টি করে উইকেট নিলেন। ১৩৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ১১৯ রানে অলআউট হয়ে গেল পঞ্জাব। এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে হায়দরাবাদ। ২৭ রানের মধ্যেই পড়ে যায় তিন উইকেট। ফিরে যান অধিনায়ক কেন উইলিয়ামসন (০), শিখর ধবন (১১) ও ঋদ্ধিমান সাহা (৬)। এরপর দলের হাল ধরেন মণীশ পাণ্ডে (৫৪), শাকিব আল হাসান (২৮) ও ইউসুফ পঠান (২১ অপরাজিত)। অঙ্কিত রাজপুত মাত্র ১৪ রান দিয়ে ৫ উইকেট নেন। শেষপর্যন্ত ৬ উইকেটে ১৩২ রান করে হায়দরাবাদ। এই রানেও যে সহজ জয় আসবে, সেটা বোধহয় কেউই ভাবতে পারেননি। কিন্তু সেটাই হল। লোকেশ রাহুল (৩২) ও ক্রিস গেইল (২৩) ইনিংসের শুরুটা ভাল করলেও, এরপর তাসের ঘরের মতো ভেঙে পড়ল পঞ্জাবের মিডল ও লোয়ার অর্ডার। তার ফলেই জয় পেল হায়দরাবাদ।