আজ টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন উইলিয়ামসন। ৭ উইকেটে ১৫১ রান করে হায়দরাবাদ। রাজস্থানের হয়ে জোফ্রা আর্চার তিনটি এবং কৃষ্ণাপ্পা গৌতম দু’টি উইকেট নেন। রান তাড়া করতে নেমে ৬৫ রানে অপরাজিত থাকেন রাহানে। সঞ্জু ৪০ রান করেন। কিন্তু আর কেউ বড় রান করতে পারেননি। শেষপর্যন্ত ৬ উইকেটে ১৪০ রান করে রাজস্থান। উইলিয়ামসনের পাল্টা রাহানের লড়াই ব্যর্থ, রাজস্থানকে ১১ রানে হারিয়ে শীর্ষে হায়দরাবাদ
Web Desk, ABP Ananda | 29 Apr 2018 08:09 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
জয়পুর: আইপিএল-এর সুপার সানডের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসকে ১১ রানে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল সানরাইজার্স হায়দরাবাদ। অধিনায়ক কেন উইলিয়ামসন (৬৩) ও অ্যালেক্স হেলস (৪৫) ছাড়া আর কোনও ব্যাটসম্যান বড় রান করতে না পারলেও, নিয়ন্ত্রিত বোলিংয়ের জন্যই জয় পেল হায়দরাবাদ। রাজস্থানের অধিনায়ক অজিঙ্ক রাহানে ও সঞ্জু স্যামসনের লড়াই ব্যর্থ হল।