নয়াদিল্লি: ‘বয়স ৮৭। ক্রিকেটের প্রতি ওঁর আবেগ এবং এমন একজন ক্রিকেট নিবেদিত প্রাণ, আমি আর দেখিনি।’ চারুলতা পটেলকে নিয়ে এই উদ্ধৃতি ছিল স্বয়ং বিরাট কোহলির। ইংল্যান্ডে ভারত বনাম বাংলাদেশ ম্যাচে এই চারুলতাই ছিলেন ‘সুপার ফ্যান’। উৎসাহ, উন্মাদনায় চারুলতা অনায়াসেই হারিয়ে দেবেন তাবড় তাবড় ক্রিকেট ফ্যানদের। মুখে বটগাছের মূলের মতো আঁকিবুকি। চলাফেরার সঙ্গী ছিল হুইলচেয়ার। শরীর প্রতিবন্ধকতা তৈরি করলেও এতদিন পর্যন্ত চারুলতা জিতে এসেছিলেন তাঁর অফুরান জীবনশক্তি দিয়ে। মাঠে এসেছেন, খেলা দেখেছেন। বিরাট-রোহিতের প্রতিটা জয়ে ‘১২ নম্বর’ হিসেবে গলা ফাটিয়েছেন দর্শক আসনে বসে। গোটা বিশ্বকাপ জুড়েই উনি ছিলেন ভারতের নীলসমুদ্রের লহর। ১৩ জানুয়ারি সেই ঢেউ থেমে গেল। চলে গেলেন চারুলতা।
‘ক্রিকেট দাদি’ নামেই সোশ্যাল দুনিয়ায় জনপ্রিয় ছিলেন চারুলতা। ইনস্টাগ্রামেও ওই নামেই অ্যাকাউন্ট ছিল তাঁর। সেই প্রোফাইলের পোস্ট থেকেই জানা গেল, সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মৃত্যু হয়েছে তাঁর।
ওই পোস্টে লেখা হয়েছে, “দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের প্রিয় দাদি ১৩ জানুয়ারি বিকেল ৫টা বেজে ৩০ মিনিট নাগাদ প্রয়াত হয়েছেন। দাদি ছিল আমাদের খুশি, ওঁর মধ্যে অফুরন্ত জীবনশক্তি ছিল। উনি ছিলেন আমাদের পৃথিবী। বিরাট কোহলিকে ধন্যবাদ, ওঁকে বিশেষ ভাবার জন্য। রোহিতের সঙ্গে দেখা করা ছিল ওঁর জীবনের সবথেকে আনন্দের দিন। ভগবান শিব ওঁর আত্মাকে শান্তি দিক। সবাই প্রার্থনা করুন।”