সিডনি: অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়লেন কিদম্বী শ্রীকান্ত। পরপর দুটি সুপার সিরিজ জিতলেন তিনি। আজ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে অলিম্পিকে সোনা জয়ী, বিশ্বচ্যাম্পিয়ন এবং অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন চেন লংকে স্ট্রেট গেমে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হলেন ভারতীয় শাটলার। ৪৫ মিনিটের লড়াইয়ে পর্দুদস্ত হলেন চিনা শাটলার। শ্রীকান্ত জিতলেন ২২-২০, ২১-১৬ ফলে। এই অসাধারণ সাফল্যের জন্য ট্যুইটারে শ্রীকান্তকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল, বীরেন্দ্র সহবাগ।


এর আগে সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ান সুপার সিরিজের ফাইনালে উঠেছিলেন শ্রীকান্ত। ইন্দোনেশিয়ায় চ্যাম্পিয়নও হন তিনি। এবার অস্ট্রেলিয়াতেও ইতিহাস গড়লেন। বিশ্বের পঞ্চম শাটলার হিসেবে পরপর তিনটি সুপার সিরিজের ফাইনালে উঠে আগেই নজির গড়েছিলেন। খেতাব জিতে রেকর্ড উজ্জ্বলতর করলেন। এর আগে লংয়ের বিরুদ্ধে পাঁচটি ম্যাচেই হেরে গিয়েছিলেন শ্রীকান্ত। আজ তিনি জেতার জন্য বদ্ধপরিকর ছিলেন। অসাধারণ লড়াই করে চিনা প্রতিদ্বন্দ্বীকে কোনও সুযোগই দেননি ভারতীয় শাটলার।