করোনা সতর্কতায় আইপিএল পিছিয়ে গিয়েছে ১৫ এপ্রিল পর্যন্ত। বন্ধ বিভিন্ন ক্রীড়া কর্মসূচীও। এই পরিস্থিতিতে ক্রিকেটাররা এক প্রকার গৃহবন্দি হয়েই কাটাচ্ছেন সময়। সেসব ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোডও করছেন তাঁরা। গতকালও নিজের বাড়ি থেকে ভিডিও পোস্ট করেছিলেন সুরেশ রায়না। 'জনতা কার্ফু' সুন্দর ভাবে পালন করার জন্য সবাইকে শুভেচ্ছা জানান রায়না। সেই সঙ্গে বিকেল ৫টায় জরুরি পরিষেবা প্রদানকারীদের জন্য করতালির শব্দও ওই ভিডিওয় রেকর্ড করেন তিনি।


এর মধ্যেই চেন্নাই সুপার কিংস-এর ক্রিকেটারের ঘরে এল সুখবর। আবারও বাবা হলেন তিনি। এবার রায়নার স্ত্রী প্রিয়ঙ্কা জন্ম দিলেন এক পুত্রের।
২০১৬ সালে রায়নার প্রথম সন্তান গ্রেসিয়ার জন্ম হয়। এরপর রায়নার পরিবারে নতুন সদস্য এল এই করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেই।