সিডনি: অস্ত্রোপচার সফল ৷ খুব দ্রুত মাঠে ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ রবীন্দ্র জাডেজা ৷ হাসপাতালের বিছানায় শুয়ে ঠিক এমন বার্তাই দিলেন তিনি ৷ মঙ্গলবার জাডেজা ট্যুইট করেন, ‘‘ অস্ত্রোপচার হয়ে গিয়েছে ৷ এবার কিছুদিনের বিশ্রাম ৷ তারপর আবার মাঠে ফিরছি ৷’’
সিডনি টেস্টে ব্যাট করার সময়ে বাঁ হাতে চোট পান জাডেজা ৷ অজিদের দ্বিতীয় ইনিংসে বল করতেও পারেননি তিনি ৷ ভারতের প্রথম ইনিংসের ৯৯তম ওভারে মিচেল স্টার্কের একটি বাউন্সার জাডেজার বাঁ হাতের গ্লাভস ছুঁয়ে চলে যায় ৷ প্রচণ্ড যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি ৷ মাঠেই তাঁর শুশ্রুসা করা হয় ৷ এরপর আর ফিল্ডিং করতে নামেননি তিনি ৷ স্ক্যান করার পর রিপোর্টে ধরা পড়ে হাতের আঙুল ভেঙেছে জাডেজার ৷ তিনি যে এই সিরিজে আর নেই ৷ তা সোমবার রাতের দিকেই বিসিসিআইয়ের পক্ষ থেকে ঘোষণা করা হয় ৷ সিরিজে ভাল ফর্মেই ছিলেন জাডেজা ৷ গত টেস্টে প্রথম ইনিংসে ৬২ রানে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি স্টিভ স্মিথকে দুরন্ত রান আউটও করেন জাডেজা ৷
চলতি টেস্ট সিরিজে একের পর এক ক্রিকেটার চোট পেয়ে যাওয়ায় কিছুটা হলেও সমস্যায় ভারতীয় শিবির ৷ ইশান্ত, শামি, উমেশ যাদবরা চোট পেয়ে আগেই ছিটকে গিয়েছিলেন ৷ চোটের তালিকায় নতুন সংযোজন বুমরা ৷ চোটের জন্য চতুর্থ টেস্টে খেলতে পারছেন না জাডেজাও ৷ তবে তিনি যে ভেঙে পড়েননি, তা তাঁর ট্যুইটেই প্রমাণ ৷ খুব তাড়াতাড়ি মাঠে ফেরার বার্তাও দিয়ে রাখলেন জাডেজা ৷