তিরুঅনন্তপুরম: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আট উইকেটে জয় দিয়ে তিন ম্যাচের টি-টোয়ন্টি সিরিজ শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ম্যাচে (IND vs Sa 1st T20I) ভারতের হয়ে ফের একবার ব্যাট হাতে জ্বলে উঠেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ৩৩ বলে অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেন সূর্যকুমার। এই ইনিংসেই এক নয়, ভারতীয় হিসাবে টি-টোয়েন্টি ক্রিকেটে জোড়া রেকর্ড ভেঙে ফেললেন সূর্য।
এই ইনিংসের সুবাদেই সূর্যকুমার যাদব শিখর ধবনকে টপকে এক ক্যালেন্ডার বছরে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে সর্বাধিক রানস করার রেকর্ড গড়লেন। এই বছরে সূর্যকুমার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২১ ম্যাচে ৪০.৬৬-র গড়ে মোট ৭৩২ রান করেছেন। এ বছরেই একটি শতরানের পাশাপাশি টি-টোয়েন্টিতে পাঁচটি অর্ধশতরানও করেছেন সূর্য। চার বছর আগে শিখর ১৮ ম্যাচে ৪০.৫২ গড়ে ৬৮৯ রান করেছিলেন। এতদিন পর্যন্ত এক বছরে টি-টোয়েন্টিতে ভারতীয় ব্যাটার হিসাবে এটাই সর্বোচ্চ রান ছিল। তবে সূর্য সেই রেকর্ড ভেঙে দিলেন।
অবশ্য এক বছরে সর্বোচ্চ আন্তর্জাতিক টি-টোয়েন্টি রান করার সর্বকালীন তালিকায় সূর্য চতুর্থ স্থানে রয়েছেন। পল স্টার্লিং (৭৪৮ রান ২০১৯ সালে), বাবর আজম (৯৩৯ রান ২০২১ সালে) ও মহম্মদ রিজওয়ান (১৩২১ রান ২০২১ সাল) সূর্যকুমারের আগে রয়েছে। এই ম্যাচেই এক বছরে সর্বাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড কিন্তু সূর্য নিজের নামে করে নিয়েছেন। প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচে তিনি তিনটি ছক্কা মারেন। এর ফলে এই বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিনি মোট ৪৫টি ছক্কা মারলেন। এটি সর্বকালীন রেকর্ড। গত বছর রিজওয়ান ৪২টি ছক্কা হাঁকিয়েছিলেন। তাঁর রেকর্ড ভেঙে এখন এই রেকর্ডের নতুন মালিক সূর্যই। রিজওয়ান ২৬টি ইনিংসে ৪২টি ছয় মেরেছিলেন। তবে সূর্যকুমার ২১টি ইনিংস খেলেই ৪৫টি ছয় মারলেন।
সূর্যর প্রশংসা
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। ব্যাট হাতে অর্ধশতরানের ইনিংস খেলেছেন সূর্যকুমার যাদব ও কে এল রাহুল। যে বোলিং নিয়ে এত চিন্তা বাড়ছিল, সেই বোলিং ডিপার্টমেন্টও দারুণ পারফর্ম করেছে। দলের সামগ্রিক পারফরম্যান্সে বেজায় খুশি রোহিত শর্মা। বিশেষ করে কঠিন উইকেটে চাহার, অর্শদীপরা যেভাবে বল করেছে, তাতে হাসি ফুটেছে হিটম্যানের।
ম্যাচের পর সাক্ষাৎকারে রোহিত বলেন, ''উইকেট একটু কঠিন ছিল। এমন উইকেটে খেলার জন্য অনেক শিখতে হয়। তুমি বুঝতে পার যে এমন কঠিন পরিস্থিতিতে দল তোমার থেকে কী চাইছে। আমি জানতাম বোলাররা ভাল বল করবে। কিন্তু ২০ ওভার আমরা পুরো সাহায্য পাব পিচ থেকে এমনটা আশা কখনওই করি নি। উইকেটের থেকে যে কোনও দল সাহায্য পেতে পারত। যে দল ভাল খেলবে তারাই জিতবে। কিন্তু আমরা প্রথমে বিপক্ষের ৫ উইকেট তুলে নিয়েছিলাম। আমার মনে হয় ওটাই টার্নিং পয়েন্ট।'' সূর্যকুমার যাদবের ব্যাটিংয়েও মজে রয়েছেন রোহিত শর্মা। টি-টোয়েন্টির জন্য এমন কঠিন উইকেটেও সূর্যর ব্যাট থেকে এসেছে ৩৩ বলে অপরাজিত ৫০।
আরও পড়ুন: ধোনিকে টপকে টি-টোয়েন্টিতে নতুন রেকর্ডের মালিক রোহিত