মস্কো: ডোপিং পরীক্ষায় উতরোতে না পারায় সাসপেনশনে৷ তবুও রুশ অলিম্পিক দলে ঠাঁই পেলেন শারাপোভা৷ রিওতে যাবেন কি না, জানা যাবে এক সপ্তাহের মধ্যেই, দাবি রুশ টেনিস ফেডারেশনের৷
আড়াই মাস আগে একটা রিপোর্ট কাঁপুনি ধরিয়ে দিয়ে গিয়েছিল টেনিস গ্রহে৷ অস্ট্রেলিয়ান ওপেনের ডোপ টেস্টে উত্তীর্ণ হতে পারেননি মারিয়া শারাপোভা৷ নিষিদ্ধ মেলডোনিয়াম নেওয়ার কথা স্বীকার করেন টেনিসের গ্ল্যামারকন্যা৷ নেমে আসে শাস্তির খাঁড়া৷ মাশাকে সাসপেনশনে পাঠায় আন্তর্জাতিক টেনিস ফেডারেশন৷
আর, আড়াই মাস পরেই চমক৷ সাসপেনশনে থাকা সত্ত্বেও এবার রুশ অলিম্পিক দলে জায়গা পেলেন শারাপোভা৷ ঘটনায় বিস্মিত টেনিস মহল৷ তবে, রুশ টেনিস ফেডারেশনের প্রধান শামিল তারপিশেভ জানিয়েছেন, ইতিমধ্যেই শুরু হয়েছে ফরাসি ওপেন৷ মাশা খেলতে পারবেন কি না, এক সপ্তাহের মধ্যেই সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে৷ ৬ জুনের মধ্যে অলিম্পিকে অংশগ্রহণকারী অ্যাথলিটদের তালিকা পাঠাতে হবে আমাদের৷ তাই, ওই তালিকায় শারাপোভার নাম রাখা হয়েছে৷
২০১২-তে লন্ডন অলিম্পিকে রুপো জিতেছিলেন রুশ টেনিস সুন্দরী৷ গত মার্চেই নিষিদ্ধ মেলডোনিয়াম নেওয়ার কথা স্বীকার করার পর সাসপেন্ড হন তিনি৷ শেষ পর্যন্ত কি রিও অলিম্পিকে দেখা যাবে তাঁকে? উত্তরটা দেবে সময়৷ তারপিশেভ জানিয়েছেন, শারাপোভা রিওতে অংশগ্রহণের অনুমতি না পেলে তাঁর জায়গায় যাবেন দারিয়া কাসাতনিকা৷
সাসপেনসনে থাকা শারাপোভাকে অলিম্পিক দলে রাখল রাশিয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 May 2016 03:55 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -