তুনিস: তিউনিশিয়ায় বিশ্ব টেবিল টেনিস কনটেন্ডার তিউনিশ ২০২৩ (WTT Contender Tunis 2023) টুর্নামেন্টে মহিলাদের ডাবলস খেতাব জিতলেন দুই বঙ্গতনয়া সুতীর্থা মুখোপাধ্যায় (Sutirtha mukherjee) ও ঐহিকা মুখোপাধ্যায় (Ayhika Mukherjee)। চার গেমের লড়াইয়ে ১১-৫, ১১-৬, ৫-১১, ১৩-১১ স্কোরলাইনে জয় পেলেন ভারতীয় শাটলাররা। জাপানের মিউ কিহারা ও মিওয়া হারিমতোকে হারালেন সুতীর্থারা।


এ বছর প্রথম ভারতীয় হিসাবে ডব্লুটিটি কনটেন্ডার চ্যাম্পিয়নশিপ জিতলেন সুতীর্থা ও ঐহিকা। এই চ্যাম্পিয়নশিপে শীর্ষ বাছাই তথা গ্লোবাল চ্যাম্পিয়নশিপে রুপোজয়ী কোরিয়া প্রজাতন্ত্রের শিন জুবিন ও জিওন জি-হিকে পরাজিত করেছিলেন। সেমিফাইনালেই কোরিয়ান জুটিকে হারান সুতীর্থারা। তাঁরা আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যামি ওয়াং এবং রেচেল সাংকে প্রথম রাউন্ডে পরাজিত করেন। দ্বিতীয় রাউন্ডে চাইনিজ তাইপের চেন জু-ইউ ও হুয়াংকে পরাজিত করেন। হুয়াংরা ২০২২ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।


 






সুতীর্থারা খেতাব জিতলেও কিন্তু মণিকা বাত্রা ও সাথিয়ান জ্ঞানশেকরণ কিন্তু খেতাব জয়ের দুূই ধাপ দূরেই থেমে গেলেন। শনিবার এই টুর্নামেন্টেরই মিক্সড ডাবলসের সেমিফাইনালে পরাজিত হতে হয় এই ভারতীয় জুটিকে। তাঁদের শিন জুবিন ও লিম জংহুন জুটি পরাজিত করেন। অপরদিকে, পুরুষদের ডাবলসে মানব বিকাশ ঠক্কর ও মানুশ উৎপলভাই শাহ ফাইনালে নিজেদের জায়গা পাকা করতে সমর্থ হন। তবে ফাইনালে তাঁদের চো ডাইসং ও চো সিউংমিনের বিরুদ্ধে পরাজিত হন। শরথ কমল ও সাথিয়ান পুরুষদের সিঙ্গেলস বিভাগে কিন্তু দ্বিতীয় রাউন্ডেও পৌঁছতে পারেননি। হারমীক দেশাইও প্রি-কোয়ার্টার ফাইনালেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন।


মহিলাদের সিঙ্গেলস বিভাগেও ছবিটা কার্যত একইরকম। মণিকাও মহিলাদের সিঙ্গেলসে প্রথম রাউন্ডেই ছিটকে যান। একমাত্র ভারতীয় মহিলা হিসাবে সিঙ্গেলসে দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করতে সমর্থ হন ঐহিকা। তবে তাঁর দৌড়ও সেখানেই সমাপ্ত হয়। সুতীর্থাও প্রথম রাউন্ডেই ছিটকে গিয়েছিলেন। তবে সিঙ্গেলসে তেমন কিছুই করতে না পারলেও ডাবলস বিভাগে দেশের মুখ উজ্জ্বল করলেন বঙ্গতনায়ারা। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: চুলের বৃদ্ধিতে সাহায্য করে কোন কোন বাদাম? কীভাবেই বা করে উপকার?