গুয়াহাটি : ছত্তীশগঢ়, বঢোদরাকে হারিয়ে জোড়া জয় দিয়ে অভিযান শুরু করলেও সৈয়দ মুস্তাক আলি ট্রফির তৃতীয় ম্যাচে হোঁচট খেল বাংলা। আজিঙ্কা রাহানে, পৃথ্বী শা-র মুম্বইয়ের কাছে ১০ রানে হার মানতে হল ঋদ্ধি-সুদীপদের। বারসাপাড়া এসিএ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে মুম্বই নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩১ রান তোলে মুম্বই। জবাবে বাংলার ইনিংস থেমে যায় ১২১ রানেই। একসময় ঋত্বিক রায়চৌধুরী (৩০) ও কাইফ আহমেদ (৩১) যখন রান তাড়া করছিলেন তখন দারুণভাবেই এগোচ্ছিল বঙ্গব্রিগেড। কিন্তু দ্রুত ব্যবধানে তারা দু'জনই সাজঘরে ফিরে যাওয়ায় আর ঘুরে দাঁড়াতে পারেনি বাংলার টেল-এন্ড। ৮ উইকেটে ১২১ রানেই ২০ ওভার শেষে থামে বাংলার ইনিংস।


লো স্কোরিং ম্যাচে সেভাবে বড় রান করতে পারেননি মুম্বইয়ের কোনও ব্যাটসম্যান। তারকাখচিত মুম্বই ব্যাটিংকে মোটামুটি সামলেই রেখেছিলেন শাহবাজ (১২৬), মুকেশ (১২৪), ঋত্বিক (২১৯), প্রদীপ্তরা (১১৭)। পৃথ্বী শা (৬), ছন্দে থাকা অধিনায়ক আজিঙ্কা রাহানে (১৭), যশস্বী জয়সওয়াল (১৯), আদিত্য তারে (১১), শিবম দুবে (২৪), সিদ্ধেশ লাড (১৩) কেউই সেভাবে বড় রান পাননি, তবে অল্প অল্প অবদানে দলের স্কোর এগিয়ে নিয়ে যেতে থাকেন। শেষপর্যন্ত ৭ উইকেটে ১৩১ রান তোলে মুম্বই।


রান তাড়া করতে নেমে বাংলার শুরুটাও ভাল হয়নি। অভিষেক দাস (১৪), সুদীপ চট্টোপাধ্যায় (১), করণ লাল (৩), ঋদ্ধিমান সাহা (১৫) লম্বা সময় ক্রিজে থিতু হতে পারেননি। তবে পঞ্চম উইকেটে কাইফ ও ঋত্বিক দলকে ভালোভাবে এগিয়ে নিতে যেতে থাকেন। তারা ৫৪ রানের জমাটি পার্টনারশিপও জুড়ে টানা তৃতীয় জয়ের রাস্তা দেখাতেও শুরু করেন। কিন্তু দ্রুত ব্যবধানে তারপর দু'জনই আউট হয়ে সাজঘরে ফিরে যান। যে ধাক্কা আর সামলে উঠতে পারেনি বাংলা ব্যাটিং। শেষপর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১২১ রানেই থেমে যায় বাংলা।


আরও পড়ুন- রুদ্ধশ্বাস ম্যাচে ক্রুণাল পাণ্ড্যর বঢোদরাকে ২ রানে হারাল বাংলা