দুবাই : বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হেরে অভিযান শুরু হয়েছে ভারতের। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর লড়াই বিরাট ব্রিগেড। মাঠের পাশাপাশি যে ম্যাচটা একজনের কাছে আরও বেশি করে নিজেকে প্রমাণের মঞ্চ। তিনি মহম্মদ শামি। বাবর আজম-মহম্মদ রিজওয়ানের বিরুদ্ধে বোলিংয়ের সময় দিনটা মোটেই ভাল যায়নি ভারতীয় এই পেসারের। আর তার জেরে তাঁকে পড়তে হয়েছে প্রবল ট্রোলের মুখে। অনলাইনে একের পর এক ট্রোলে বিদ্ধ শামির অবশ্য পাশে দাঁড়িয়েছেন অন্য ক্রিকেটাররা। তাঁর পাশে থাকার বার্তা দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে পাক ক্রিকেটাররা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিউয়ি ম্যাচে প্রস্তুতিতে নেমে বিশেষ বার্তা দিলেন মহম্মদ শামি।
এদিন অন্য ভারতীয় পেসারদের সঙ্গে অনুশীলনের ছবি পোস্ট করে শামি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'ফের কঠোর পরিশ্রমে। দারুণ একটা অনুশীলন সেশন কাটালাম, তরুণ ক্রিকেটারদের সঙ্গে কথা বলে দারুণ সময় কাটল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরের ম্যাচে নামার জন্য মুখিয়ে রয়েছি।'
আগামী রবিবার দুবাইয়ে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের পরের ম্যাচে খেলতে নামবে ভারত।
আরও পড়ুন- ট্রোলের মুখে শামি, টিম ইন্ডিয়া, পাশে দাঁড়ালেন সচিন-সহবাগ
আরও পড়ুন- মহম্মদ শামির পাশে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করল বিসিসিআই?