কলকাতা : বিশ্বকাপের মঞ্চে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজেয় তকমা খুইয়েছে ভারত। রবিবার টি২০ বিশ্বকাপের মঞ্চে বলে-ব্যাটে দুরন্ত পারফরম্যান্স মেলে ধরে বাবর বাহিনী টেক্কা দিয়েছে বিরাট ব্রিগেডকে। আর ভারতের হারের পর থেকেই ট্রোল উপচে পড়ছে টিম ইন্ডিয়াকে নিয়ে। মেন ইন ব্লু-র দল নির্বাচন যেখানে সবথেকে বেশি আক্রমণের মুখে। আর খারাপ পারফরম্যান্সের জেরে সবথেকে বেশি ট্রোলের মুখে পেসার মহম্মদ শামি। ভারতীয় এই পেসারকে পড়তে হচ্ছে বিভিন্ন বিদ্রুপ মন্তব্যের মুখে। আর এই অবস্থায় শামি ও পুরো টিম ইন্ডিয়ার পাশে দাঁড়ালেন বাকি ক্রিকেটাররা। বর্তমান থেকে প্রাক্তন একাধিক ভারতীয় ক্রিকেটারই কোহলির দলের ওপর আস্থা রাখতে বার্তা দিয়েছেন সমর্থকদের। পাশাপাশি তাঁদের বার্তা এই হারের ধাক্কা কাটিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ানোর দক্ষতা রয়েছে।
সচিন তেন্ডুলকার, বীরেন্দ্র সহবাগ থেকে ঋদ্ধিমান সাহা থেকে ইরফান পাঠান, সকলেই মুখ খুলেছে ভারতীয় দলের সমর্থনে। সোশ্যাল মিডিয়ায় মাস্টার ব্লাস্টারের বার্তা 'আমরা যখন ভারতীয় দলের হয়ে গলা ফাটাই তখন আমরা জার্সি চাপিয়ে খেলতে নামা সকলেরই ভাল পারফরম্যান্সের প্রত্যাশা রাখি। মহম্মদ শামি ভারতীয় দলের প্রতি যথেষ্ট দায়বদ্ধ এবং বিশ্বের অন্যতম সেরা বোলার, যে কোনও খেলোয়াড়ের মতোই একটা দিন ওঁর খারাপ গিয়েছে। যেটা খুবই স্বাভাবিক। আমার পূর্ণ সমর্থন মহম্মদ শামি ও ভারতীয় দলের সঙ্গে রয়েছে।' বীরেন্দ্র সহবাগ মজার ছলে একটি ছবি পোস্ট করে শামির প্রতি তাঁর সমর্থন জানিয়েছেন। যে ছবির ক্যাপশনে লেখা 'গতকালের হারের জন্য পাগলের মতো যাঁরা শামিকে দায়ী করছেন তাঁদের উদ্দেশ্যে নিশ্চয়ই এমনটাই বলছে শামি' দিয়ে তাঁর পোস্ট করা ছবিতে লেখা 'আপনাদের কথা আমি গুরুত্বই দিই না।'
হরভজন সিংহ লিখেছেন 'মহম্মদ শামি তোমাকে ভালোবাসি'। মহম্মদ শামির পাশে দাঁড়িয়ে ইরফান পাঠান বলেছেন, 'অনেকবার ভারতের জার্সি চাপিয়ে পাকিস্তানের বিরুদ্ধে খেলার সুযোগ হয়েছে। কিন্তু হারের পর কখনও শুনতে হয়নি পাকিস্তান চলে যাও। এই পাগলামি বন্ধ হওয়া দরকার।'
আরও পড়ুন- আমদাবাদ ও লখনউ থেকে আইপিএলের নতুন দুই দল
আরও পড়ুন- আইপিএলে আরও দুই ফ্র্যাঞ্চাইজি, কী জানালেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়