দুবাই: টি-টোয়েন্টি বিশ্বকাপে এবার অনেক তরুণ মুখ রয়েছে ভারতীয় দল। দল থেকে যেমন বাদ পড়েছেন শিখর ধবনের মতো অভিজ্ঞ তারকা ক্রিকেটার, তেমনই সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ ও বরুণ চক্রবর্তীর মতো নতুন মুখ। বিশ্বকাপেও এবার হট ফেভারিট টিম ইন্ডিয়া। প্রাক্তন পাক অধিনায়ক কিংবদন্তি ওয়াসিম আক্রম মনে করেন যে সূর্যকুমার যাদবই বিশ্বকাপে ভারতের ট্রামকার্ড। এমনকী চলতি বিশ্বকাপে সব ম্যাচেই তাঁর পারফরম্যান্স প্রভাব ফেলবে বলে মনে করেন সুইংয়ের সুলতান।


আগামী রবিবার ভারত পাক মহারণ। ২২ গজে সেই যুদ্ধের আগে আক্রম এক সাক্ষাৎকারে বলেন, 'সূর্যকুমার যাদব আমার মনে হয় এই বিশ্বকাপের গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার হতে চলেছেন। পাওয়ার প্লে-র পরে ওঁর ছক্কা হাঁকানোর ক্ষমতা আমি দেখেছি। কেকেআর শিবিরে ২০১২-২০১৪ সময়কালে ওঁকে খুব কাছ থেকে দেখেছি। তখনের থেকে এখন আরও অনেক বেশি উন্নতি করেছে।'


বিশ্বকাপে পাকিস্তান এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে জয় পায়নি। সীমিত ওভারের ২ ফর্ম্যাটের বিশ্বকাপে প্রতিবারই পাক বধ করেছে টিম ইন্ডিয়া। এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে মুখোমুখি হওয়ার আগে ভারত ও পাকিস্তানের সব ক্রিকেট বিশেষজ্ঞরাই মেনে নিয়েছেন যে বিরাটরাই রবিবারের ম্যাচে পাকিস্তানের থেকে এগিয়ে মাঠে নামবে। এবার সেই নিয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেট কন্ট্রােল বোর্ডের সভাপতি ও প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। 


দুবাইয়ে এবিপি নিউজের এক অনুষ্ঠানে উপস্থিত থেকে সৌরভ বলেন, 'আমার মনে হয় ভারতীয় দল এবারও অপরাজিতই থাকবে পাকিস্তানের বিরুদ্ধে। এখনও পর্যন্ত ১২ ম্যাচে বিশ্বকাপের মঞ্চে জয় পেয়েছে ভারতীয় দল। আমার মনে হয় সংখ্যাটা এবার ১৩-০ হয়ে যেতে পারে। এই দলের সবাই ম্যাচ উইনার। দুর্দান্ত প্লেয়ার। আমি আশাবাদী যে গত ১০ বছর ধরে বিশ্বকাপ জয়ের যে অপেক্ষা আমরা করছি, তার এবার অবসান হবে।' সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক কিংবদন্তি কপিল দেবও। তিনি বলেন, 'আমার মনে হয় এই টুর্নামেন্টটা জসপ্রীত বুমরার হবে। ওঁর এই টুর্নামেন্টে বল হাতে উইকেট নিয়ে দেশকে জেতানো উচিত ট্রফি। পাকিস্তান ম্যাচেও ওঁই তফাৎ গড়ে দিতে পারে।'