কলকাতা: তাঁর ফিটনেস নিয়ে চর্চা চলছে। পিঠের অস্ত্রোপচারের পর থেকে পুরো গতিতে বল করেননি দীর্ঘদিন। সদ্যসমাপ্ত আইপিএলে তো তাঁকে বলই করায়নি মুম্বই ইন্ডিয়ান্স। পাকিস্তান ম্যাচের আগে ভারত অধিনায়ক বিরাট কোহলি ইঙ্গিত দিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তত শুরুর দিকে শুধু ব্যাটার হিসাবেই খেলাতে চান হার্দিক পাণ্ড্যকে।


বঢোদরার অলরাউন্ডারকে নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরি হল কারণ, শনিবার ভারতের প্র্যাক্টিসে গরহাজির রইলেন হার্দিক। যা দেখে আলোচনা শুরু হয়ে গেল, তাহলে কি চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে দেখা যাবে না হার্দিককে?


রবিবার দুবাইয়ে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান। তার আগের দিন অর্থাৎ শনিবার দুবাইয়ে আইসিসি অ্যাকাডেমির মাঠে প্র্যাক্টিস ছিল ভারত ও পাকিস্তান - দুই দলেরই। দুবাইয়ে ভারতীয় শিবিরে খোঁজ নিয়ে জানা গেল, এদিন ঐচ্ছিক অনুশীলন রেখেছিলেন হেড কোচ রবি শাস্ত্রী। সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল খেলেই টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে প্রবেশ করেছেন ক্রিকেটারেরা। তার ওপর মরুদেশে প্রবল গরম। শোনা গেল, পাকিস্তান ম্যাচের আগে ক্রিকেটারদের নিংড়ে নেওয়ার পক্ষপাতী নন কোচ শাস্ত্রী-অধিনায়ক কোহলি সহ ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বরং মনে করা হচ্ছে পর্যাপ্ত বিশ্রাম নিয়ে ক্রিকেটারেরা মাঠে নামলে সেরাটা দিতে পারবেন। সেই কারণেই ঐচ্ছিক অনুশীলনের বন্দোবস্ত। যদিও হার্দিকের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।


দুবাইয়ে খোঁজ নিয়ে জানা গেল যে, ভারত-পাক দ্বৈরথ নিয়ে মাঠের বাইরে যতই উত্তাপ থাকুক না কেন, দুই দলের ক্রিকেটারেরা শনিবার একসঙ্গেই প্র্য়াক্টিস করতে আইসিসি-র অ্যাকাডেমি মাঠে গিয়েছিলেন। ঐচ্ছিক অনুশীলনে ছিলেন রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, কে এল রাহুল, সূর্যকুমার যাদব, আর অশ্বিন, ভুবনেশ্বর কুমাররা। বোলিং কোচ ভরত অরুণ, ব্যাটিং কোচ বিক্রম রাঠৌরের তত্ত্বাবধানে বেশ কিছুক্ষণ অনুশীলন করেন ক্রিকেটারেরা।


প্র্যাক্টিসে সূর্যকুমারকে বেশ কিছুক্ষণ অফস্পিন করতে দেখা গিয়েছে। আইপিএলে দুরন্ত পারফরম্যান্সের জেরে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন মুম্বইয়ের ক্রিকেটার। কোহলি শনিবার জানিয়েছেন, ২-১ ওভার বল করতে পারে, এরকম বিকল্প তৈরি রাখা হচ্ছে। সম্ভবত সেই কারণেই সূর্যকে দিয়ে নেটে অফস্পিন বল করানোর নকশা।